পাঁচ ভাষায় অনর্গল কথা বলতে পারেন এই অভিনেত্রী

ভারতের জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ে। সাবলীল অভিনয় ও সৌন্দর্য দিয়ে মুগ্ধ করে যাচ্ছেন দর্শক-শ্রোতাদের। পৈতৃক নিবাস ভারতের কর্ণাটক রাজ্যের ম্যাঙ্গালুরু হলেও পূজা হেগড়ের জন্ম মুম্বাইতে। ১৯৯০ সালের ১৩ অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন। তিনি মাতৃভাষা ছাড়াও বিভিন্ন ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারেন। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক এই অভিনেত্রী সম্পর্কে আরও কিছু তথ্য।

১ / ১০
ছোটবেলা থেকে নাচতে, গান গাইতে ও ঘুরতে পছন্দ করেন পূজা
২ / ১০
কলেজে থাকাকালে নিয়মিত নাচ ও ফ্যাশন অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন পূজা
৩ / ১০
মডেলিং দিয়ে তিনি তাঁর ক্যারিয়ার শুরু করেন
৪ / ১০
২০০৯ সালে তিনি ‘মিস ইন্ডিয়া ট্যালেন্টেড’ পুরস্কার জিতেন
৫ / ১০
পূজা তাঁর মাতৃভাষা টুলু ছাড়াও হিন্দি, কন্নড়, ইংরেজি ও তামিল ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারেন
৬ / ১০
তামিল সিনেমা ‘মুগামুদি’ দিয়ে ২০১২ সালে অভিনয়জগতে আসেন। এরপর তিনি তেলেগু এবং হিন্দি ছবিতে অভিনয় করেন
৭ / ১০
‘মহেঞ্জো দারো’ ছবি দিয়ে ২০১৬ সালে তিনি বলিউডে আত্মপ্রকাশ করেন। হৃতিক রোশনের বিপরীতে অভিনয় করেছেন। ছবির পরিচালক আশুতোষ গোয়ারিকর তাঁর স্ত্রীর কথায় পূজাকে এ ছবিতে কাস্ট করেন। পরিচালক এ ছবির জন্য নতুন মুখ খুঁজছিলেন
৮ / ১০
এ ছবির অভিনয়ের সময় হৃতিক-পূজার সম্পর্ক নিয়ে গুজব ছড়ায়
৯ / ১০
সালমান খানের সঙ্গে ‘কিসি কা ভাই কিসি কা জান’ ছবিতে অভিনয় করেছেন পূজা হেগড়ে। ছবিটি ৩০ ডিসেম্বর মুক্তি পাবে
১০ / ১০
ভারতের দক্ষিণি ছবির সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া নায়িকাদের তালিকায় তৃতীয় স্থান পূজার দখলে। তেলেগু ছবি ‘জান গন মন’–এর জন্য পাঁচ কোটি টাকা নিয়েছেন তিনি। ছবিটি আগামী বছরের ৩ আগস্ট মুক্তি পাবে।