মামা হিন্দি সিনেমার বড় তারকা সালমান খান। আর ভাগনি অলিজেহ সবে বলিউডে পা রাখতে চলেছেন। সৌমেন্দ্র পাধী পরিচালিত ‘ফরে’ ছবির মাধ্যমে অভিষেক হতে চলেছে তাঁর। সম্প্রতি এক সাক্ষাৎকারে অলিজেহ জানিয়েছেন তাঁর অভিনয়জগতে আসার গল্প।

আরও পড়ুন

সালমান কি পারবেন শাহরুখের রেকর্ড ভাঙতে

নবভারত টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে অলিজেহ বলেছেন, ‘ছোটবেলায় আমি কখনো অভিনেত্রী হতে চাইনি। তবে সৃজনশীল যেকোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে চেয়েছিলাম। ধীরে ধীরে অভিনয়জগৎ আমাকে আকর্ষণ করতে থাকে। কিন্তু আমি ভালোভাবে অভিনয় শিখে আসতে চেয়েছিলাম। তাই তিন বছর ধরে নানা কর্মশালা করেছি। তারপর ভাবলাম এবার আমার ভাগ্য পরীক্ষা করা প্রয়োজন।’

তাঁর অভিনয়জগতে আসা নিয়ে মা–বাবার প্রতিক্রিয়া জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘বাবা-মাকে রাজি করাতে আমার তিন-চার বছর লেগে গিয়েছিল। তাঁরা একটা কথাই বলেছিলেন, এই পথ সহজ নয়। আর আমাকে প্রচুর পরিশ্রম করতে হবে।’

মামা সালমানের কী প্রতিক্রিয়া ছিল? অলিজেহর জবাব, ‘আমার অভিনয়ে আসার কথা শুনে মামা খুব খুশি হয়েছিলেন।

অলিজেহ। ইনস্টাগ্রাম থেকে

তাঁর কোনো আপত্তি ছিল না। মামা আমাকে বলেছিলেন, বেশি চাপ না নিয়ে কাজ করতে। তিনি আমাকে সব সময় বলেন, “যে যেটা করো ভালোবেসে করো।” কোনো চরিত্র পছন্দ হলে তা যেন হৃদয় দিয়ে করি। মামা বলেন, “আমি যেন নিজেকে বেশি করে অন্বেষণ করি।”’

সব অভিনেতা–অভিনেত্রীকেই সমালোচনার মুখোমুখি হতে হয়। অলিজেহ জানালেন, তিনি সব ধরনের সমালোচনার জন্য প্রস্তুত। তাঁর কথায়, ‘আমি জানি মানুষ নানা কথা বলবে। সঠিক সমালোচনা নিশ্চয় ভালোভাবে গ্রহণ করব। আর তাহলেই আমি সামনে এগোতে পারব। তবে এটা আমার ক্যারিয়ারের প্রথম ছবি। তাই সবার বোঝা উচিত যে আমি পারফেক্ট হবো না।’