এজাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর ব্যবসায়ীর সঙ্গে পবিত্রার বাগ্‌দান

বলিউড অভিনেতা এজাজ খানের সঙ্গে চার বছরের প্রেম, পরে বাগ্‌দান—বছরখানেক আগে সেই সম্পর্কটা চুকেবুকে গেছে। এবার এক ব্যবসায়ীর সঙ্গে বাগ্‌দান সারলেন টেলিভিশন অভিনেত্রী পবিত্রা পুনিয়া।

১ / ৭
আজ বুধবার সকালে বাগ্‌দত্তার সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করে বাগদানের খবর দেন অভিনেত্রী পবিত্রা পুনিয়া
ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
২ / ৭
পবিত্রাকে লাল রঙের পোশাকে ও বাগ্‌দত্তাকে সাদা রঙের পোশাকে দেখা গেছে
ইনস্টাগ্রাম থেকে
৩ / ৭
ছয় ঘণ্টার ব্যবধানে ৩৬ হাজারের বেশি ‘রিঅ্যাক্ট’ পড়েছে। ৭১৪টিরও বেশি মন্তব্য জমা পড়েছে
ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
৪ / ৭
বাগ্‌দত্তার পরিচয় নিয়ে হিন্দুস্তান টাইমসকে পবিত্রা বলেন, ‘তিনি যুক্তরাষ্ট্রের একজন ব্যবসায়ী। তিনি দারুণ একজন মানুষ।’
ইনস্টাগ্রাম থেকে
৫ / ৭
লাভ ইউ জিন্দেগি, নাগিন থ্রি, ইয়ে হ্যায় মোহাব্বতের মতো টিভি ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি পেয়েছেন পবিত্রা পুনিয়া
ইনস্টাগ্রাম থেকে
৬ / ৭
বলিউড অভিনেতা এজাজ খানের সঙ্গে চার বছর ধরে প্রেম করেছেন পবিত্রা। বাগ্‌দানও সেরেছিলেন, তবে ২০২৪ সালে সম্পর্ক ভেঙে গেছে
ইনস্টাগ্রাম থেকে
৭ / ৭
২০০৯ সালে ক্যারিয়ার শুরু করেছেন পবিত্রা পুনিয়া
ইনস্টাগ্রাম থেকে