কমিকের পর এবার বাস্তব চরিত্রে অমিতাভের নাতি
সদ্য মুক্তি পাওয়া ‘দ্য আর্চিজ’ ছবিতে অগস্ত্য নন্দাকে দেখা গেছে। এবার বাস্তবধর্মী এক চরিত্রকে পর্দায় জীবন্ত করার প্রস্তুতি নিচ্ছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের এই নাতি। তাঁর এ ছবির ব্যাপারে বেশ কিছু তথ্য জানা গেছে।
নেটফ্লিক্সের ‘দ্য আর্চিজ’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হলো অগস্ত্যর। জোয়া আখতার পরিচালিত এ ছবির কারণে বেশ কিছুদিন আলোচনায় ছিলেন তিনি। আবার নবাগত এই নায়ক তাঁর আগামী ছবির কারণে আলোচনায় উঠে এসেছেন।
ক্যারিয়ারের শুরুতেই অগস্ত্যর ঝুলিতে এক বড়সড় ছবি এসেছে। তাঁকে ‘অন্ধাধুন’ পরিচালক শ্রীরাম রাঘবানের আগামী ছবিতে মূল চরিত্রে দেখা যাবে। শ্রীরাম পরিচালিত এ ছবির নাম ‘ইক্কিস’।
ছবিটি প্রযোজনা করছেন দিনেশ ভিজান। এর আগে ২০১৫ সালে দীনেশ-শ্রীরামের জুটি ‘বদলাপুর’-এর মতো সুপারহিট ছবি উপহার দিয়েছিল। আগামী বছর জানুয়ারিতে ‘ইক্কিস’ ছবির শুটিং শুরু হবে। এ ছবিতে অগস্ত্য ছাড়া অন্য মূল চরিত্রে ধর্মেন্দ্রকে দেখা যাবে।
জানা গেছে, ১৯৭১ সালে যুদ্ধে শহীদ আর্মি অফিসার অরুণ ক্ষেত্রপালের চরিত্রে অভিনয় করবেন অগস্ত্য। ‘ইক্কিস’ ছবিতে বাবা-ছেলের সম্পর্কের এক অন্য কাহিনি-ও তুলে ধরা হবে। জানা গেছে, তিনি এখন নিজেকে পর্দায় অরুণ ক্ষেত্রপালের ভূমিকায় তুলে ধরতে ব্যস্ত। তিনি এখন এক সেনা কর্মকর্তার শারীরিক ভাষা, আদবকায়দা—এসবের দিকে জোর দিচ্ছেন। অগস্ত্য নানা ধরনের প্রশিক্ষণ নিচ্ছেন। আর বেশ কিছু ওয়ার্কশপে তিনি অংশগ্রহণ করেছেন। শ্রীরামের মতে, অগস্ত্য অরুণ ক্ষেত্রপালের চরিত্রের জন্য যথাযথ। এই পরিচালক ‘ইক্কিস’ ছবির চিত্রনাট্যের ওপর দীর্ঘদিন ধরে কাজ করছেন। এবার এ ছবির শুটিং শুরু করার জন্য তিনি পুরোপুরি প্রস্তুত। শ্রীরাম রাঘবান পরিচালিত ‘মেরি ক্রিসমাস’ ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। এ ছবিতে ক্যাটরিনা কাইফ আর বিজয় সেতুপতিকে দেখা যাবে।
জোয়া আখতার সম্প্রতি প্রথম আলোকে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, অগস্ত্য ‘দ্য আর্চিজ’ ছবিতে অভিনয় করতে একদমই চাননি। তাঁকে প্রায় জোর করেই রাজি করিয়েছিলেন জোয়া। এখন মনে হচ্ছে, অগস্ত্যর মন বদলেছে। ‘ইক্কিস’ ছাড়া আরও বেশ কিছু ছবিতে তাঁর অভিনয়ের কথাবার্তা চলছে।
এদিকে বেশ কিছুদিন ধরে বচ্চন পরিবারের ভাঙন নিয়ে নেটপাড়া সরগরম। অনেকের ধারণা, শিগগিরই ঐশ্বরিয়া রাই বচ্চন আর অভিষেক বচ্চনের মধ্যে বিচ্ছেদ হতে চলেছে। এরই মধ্যে নেটফ্লিক্স আয়োজিত ‘দ্য আর্চিজ’ ছবির বিশেষ প্রদর্শনীতে ঐশ্বরিয়া, অমিতাভসহ গোটা বচ্চন পরিবারকে একসঙ্গে দেখা গেছে। বলা যায়, অগস্ত্যর জীবনের বিশেষ এই দিনে গোটা পরিবার এক হয়ে সব গুঞ্জনের আগুনে পানি ঢেলেছেন।