‘পুষ্পা–ঝড়’ থেকে বাঁচতে পিছিয়ে গেল ভিকির ছবি

‘ছাওয়া’ ও ‘পুষ্পা ২’–এর পোস্টার থেকে। কোলাজ

কাউন্টডাউন শুরু হয়ে গেছে। ‘পুষ্পা’–ঝড় শুধু প্রবলভাবে আছড়ে পড়ার অপেক্ষা। আর এই ঝড়ের কবল থেকে বাঁচতে ভিকি কৌশলের ‘ছাওয়া’ ছবির মুক্তির দিন পেছালেন নির্মাতারা।

ভিকি কৌশল অভিনীত পিরিয়ড ড্রামা ‘ছাওয়া’ আর ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির বক্স অফিসে মুখোমুখি সংঘাত হওয়ার কথা ছিল। ‘ছাওয়া’র নির্মাতারা আগেই ঘোষণা করেছিলেন যে আগামী ৬ ডিসেম্বরে ছবিটি মুক্তি পেতে চলেছে। প্রথমে ‘পুষ্পা ২’-এর গত ১৫ আগস্টে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু নির্মাতারা পরে জানান যে আল্লু অর্জুন অভিনীত এই ছবি ৬ ডিসেম্বর মুক্তি পাবে। পরে আবার দিন বদল করে ১ দিন আগে অর্থাৎ ৫ ডিসেম্বর ছবিটির মুক্তির দিন ঠিক করেন নির্মাতারা।

ইন্ডাস্ট্রির বিশেষজ্ঞরা চাননি যে দুটো ছবি ১ দিন আগে–পিছে মুক্তি পাক। বিশেষত ‘ছাওয়া’ ছবিকে ঘিরে আশাবাদী চলচ্চিত্রবিশেষজ্ঞরা।

‘পুষ্পা ২’ সিনেমার গান ‘কিসসিক’–এর দৃশ্য। এক্স থেকে

তাঁরা চাননি একটা ভালো ছবি ‘পুষ্পা’–ঝড়ে ছারখার হয়ে যাক। কিন্তু ‘ছাওয়া’ ছবির নির্মাতারা তাঁদের সিদ্ধান্তে অনড় ছিলেন। তবে এবার জিদ ভেঙে ছবিটি মুক্তির জন্য অন্য দিনক্ষণ বেছে নিয়েছেন তাঁরা।
ভিকির ‘ছাওয়া’ ছবিটি আগামী বছর মুক্তি পাবে।

বাণিজ্যিক বিশ্লেষক তরণ আদর্শ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে ‘ছাওয়া’ ছবির নতুন দিন ঘোষণা করেছেন। তিনি জানান, ভিকির ছবি আগামী বছর ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে। আর দিনটি বিশেষ, কারণ ১৯ ফেব্রুয়ারি ছত্রপতি শিবাজি মহারাজজয়ন্তী। ‘ছাওয়া’ আত্মজীবনীমূলক ছবি।

‘ছাওয়া’ সিনেমার দৃশ্যে ভিকি কৌশল। আইএমডিবি

এক ঐতিহাসিক চরিত্রকে এই ছবির মাধ্যমে পর্দায় জীবন্ত করে তোলা হয়েছে। শিবাজি মহারাজের ছেলে সম্ভাজি মহারাজের মতো বীর যোদ্ধার কাহিনি নিয়ে ‘ছাওয়া’ ছবির গল্প লেখা হয়েছে।

এদিকে ‘পুষ্পা ২’-কে ঘিরে উন্মাদনা এখন চরমে। আমেরিকায় অগ্রিম বুকিংয়ে রীতিমতো দাপট দেখাতে শুরু করেছে এই ছবি। ভারতে অগ্রিম বুকিংয়ের জানালা ৩০ নভেম্বর খুলে যাবে। বাণিজ্যিক বিশ্লেষকদের মতে আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত এই ছবি ভারতীয় ছায়াছবির ইতিহাসে অনেক বড় বদল আনবে।

আরও পড়ুন

কিছুদিন আগেই ‘পুষ্পা’র এই সিকুয়েল ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলার মুক্তির ২৪ ঘণ্টার মধ্যে ইউটিউবে ১০০ মিলিয়নের বেশি ভিউ ছিল। তবে ‘পুষ্পা ২’-তে শ্রীলীলার আইটেম নাচ দর্শককে হতাশ করেছে।