ছবি ৭২০ কোটি টাকা ব্যবসা করলেও এক বছর বেকার থাকতে হয় এই অভিনেত্রীকে

টিভির পরিচিত মুখ, পরে রিয়েলিটি শো করে আরও বেশি জনপ্রিয়তা পান কারিশমা তান্না। তবে সিনেমা শুরুর পর তেমন কোনো উল্লেখযোগ্য কাজ পাননি। তবে রাজকুমার হিরানির ছবি ‘সঞ্জু’ হতে পারত তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেওয়া ছবি। কিন্তু তা-ও হয়নি। কেন? বলিউড হাঙ্গামা অবলম্বনে সে গল্পই জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে।
১ / ৫
কারিশমা তান্নার টিভিতে অভিষেক ২০০১ সালে। এরপর ‘নাগিন ৩’, ‘কেয়ামত কি রাত’ সিরিয়াল, ‘বিগ বস ৮’, ‘ফিয়ার ফ্যাক্টর: খতরো কে খিলাড়ি’র মতো জনপ্রিয় রিয়েলিটি শো করেছেন তিনি
ইনস্টাগ্রাম
২ / ৫
হিন্দি সিনেমায় অভিষেকের পর ‘দোস্তি: ফ্রেন্ডস ফরএভার’, ‘গ্রান্ড মাস্তি’–তে অভিনয় করেছেন, তবে খুব একটা আলোচনায় আসেননি। ২০১৮ সালে অভিনয় করেন রাজকুমার হিরানির ছবি ‘সঞ্জু’। বক্স অফিসে ৫৬০ কোটি রুপি (প্রায় ৭২০ কোটি টাকা) ব্যবসা করে ছবিটি। কিন্তু ছবি সাফল্য পেলেও এক বছর বেকার থাকতে হয় কারিশমাকে
ইনস্টাগ্রাম
৩ / ৫
বিষয়টি নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন কারিশমা, ‘ভেবেছিলাম, “সঞ্জু”তে ছোট চরিত্রে অভিনয় করলেও ক্যারিয়ারের মোড় ঘুরে যাবে, কিন্তু কিছুই হয়নি। ভেবেছিলাম, ভালো ভালো চরিত্রে প্রস্তাব পাব, কিন্তু হয়নি। এক বছরের মতো বেকার ছিলাম। এটা আমাকে বিষণ্নতার দিকে নিয়ে যায়’
ইনস্টাগ্রাম
আরও পড়ুন
৪ / ৫
সম্প্রতি দেওয়া সাক্ষাৎকারে কারিশমা কথা বলেছেন তাঁর জন্ম পরিবারের জন্য কতটা ‘অনাকাঙ্ক্ষিত’ ছিল। তিনি বলেন, তাঁর মা-বাবা চেয়েছিলেন পুত্রসন্তান। তাই তাঁর জন্মের পর এক সপ্তাহ মা তাঁর মুখ দেখেননি, বাবাও দেখতে আসেন এক মাস পর
ইনস্টাগ্রাম
৫ / ৫
দেরিতে হলেও ভালো কাজের প্রস্তাব পাচ্ছেন কারিশমা তান্না। আগামী ২ জুন মুক্তি পাবে তাঁর অভিনীত সিরিজ ‘স্কুপ’। হংসল মেহতা পরিচালিত সিরিজটিতে কারিশমা অভিনয় করেছেন এক সাংবাদিকের চরিত্রে। তিনি ছাড়া সিরিজটিতে আরও আছেন প্রসেনজিৎ চ্যাটার্জিও
ইনস্টাগ্রাম