আমিরের ‘সিতারে জমিন পর’ এক সপ্তাহে কত আয় করল

আমির খান। এএফপি

ছবির বাজেট বেশি নয়। তবে মুক্তির আগে ছবিটি নিয়ে এমনই নেতিবাচক প্রচারণা শুরু হয়, বাজেট যা-ই হোক, সেটাও উঠে আসবে কি না, আশঙ্কা তৈরি হয়। যার প্রভাব পড়ে অগ্রিম বুকিংয়েও। কিন্তু মুক্তির পর থেকে আমির খান অভিনীত ও প্রযোজিত ‘সিতারে জমিন পর’ সিনেমাটির প্রশংসা করতে থাকেন দর্শকেরা।

আরও পড়ুন

ধীরে ধীরে বাড়তে থাকে ছবির ব্যবসাও। গতকাল বৃহস্পতিবার ছবিটি মুক্তির এক সপ্তাহ পূর্ণ হয়েছে। সাত দিনে কত আয় করল ছবিটি? জেনে নেওয়া যাক হিন্দুস্তান টাইমস অবলম্বনে:

মুক্তির প্রথম দিনে দেশি বক্স অফিসে ১০ কোটি ৭ লাখ রুপি আয় করে। এর পর থেকেই আয় বেড়েছে সিনেমাটির।

‘সিতারে জমিন পর’ সিনেমার ট্রেলারে আমির খান। এক্স থেকে

গত শনিবার ২০ কোটি ২ লাখ, রোববার ২৭ কোটি ২৫ লাখ, সোমবার কিছুটা কমে ৮ কোটি ৫ লাখ এবং মঙ্গলবার ছবিটি আয় করেছে ৮ কোটি ৫ লাখ রুপি। বুধবার মুক্তির ষষ্ঠ দিনে ৭ কোটি ২৫ লাখ রুপি আয় করেছে সিনেমাটি।

গতকাল মুক্তির সপ্তম দিনে ছবিটির আয় কিছুটা কমেছে। এদিন ছবিটি আয় করেছে ৬ কোটি ৭৫ লাখ রুপি। সাত দিনে ‘সিতারে জমিন পর’-এর আয় সব মিলিয়ে প্রায় ৮৯ কোটি রুপি। ধারণা করা হচ্ছে, আজই হয়তো ছবিটি ১০০ কোটির ক্লাবে প্রবেশ করবে।
আর এস প্রসন্ন পরিচালিত ছবিতে একজন বাস্কেটবল কোচ হিসেবে দেখা গেছে আমির খানকে, যিনি কিনা নিউরোডাইভারজেন্ট বাচ্চাদের একটি দলকে প্রশিক্ষণ দেন। ছবিতে আমিরের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন জেনেলিয়া ডি’সুজা।

আরও পড়ুন

এ ছবি দিয়েই তিন বছর পর বড় পর্দায় প্রত্যাবর্তন হলো আমির খানের। ২০২২ সালে ‘লাল সিং চাড্ডা’র বক্স অফিস ব্যথর্তার পর নিজেকে গুটিয়ে রেখেছিলেন তিনি। ‘সিতারে জমিন পর’-এ অভিনয়ের সঙ্গে প্রযোজনাও করেছেন আমির খান।

‘সিতারে জমিন পার’ সিনেমার ট্রেলারে আমির খান। এক্স থেকে