পাকিস্তানের আয়েজার বলিউডে অভিষেক?

এক ইনস্টাগ্রাম পোস্টে বলিউডের সিনেমায় অভিনয়ের ইঙ্গিত দেন পাকিস্তানি তারকা অভিনেত্রী আয়েজা খান।

১ / ৪
পাকিস্তানের টিভি ধারাবাহিকের শীর্ষ অভিনেত্রীদের একজন আয়েজা খান। দেশটির অনেক শিল্পী বলিউডে কাজ করলেও তাঁকে এখনো দেখা যায়নি
ইনস্টাগ্রাম থেকে
২ / ৪
সম্প্রতি এক ইনস্টাগ্রাম পোস্টে বলিউডের সিনেমায় অভিনয়ের ইঙ্গিত দেন তিনি। পোস্টটি ঘিরে আলোচনা চলছে। তবে কবে, কোন সিনেমায় তাঁকে দেখা যাবে, তা এখনো খোলাসা করেননি
ইনস্টাগ্রাম থেকে
৩ / ৪
পেশাগতভাবে আয়েজা খান নামে পরিচিতি হলেও তাঁর আসল নাম কানজা খান। অভিনয়ের পাশাপাশি মডেল হিসেবেও পরিচিত তিনি
ইনস্টাগ্রাম থেকে
৪ / ৪
২০০৯ সালের দিকে অভিনয়ে নাম লেখান আয়েজা খান। প্রায় আড়াই দশকের ক্যারিয়ারে ‘ছুপকে ছুপকে’, ‘চৌধুরী অ্যান্ড সন্স’সহ বেশ কয়েকটি আলোচিত ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি পেয়েছেন আয়েজা খান
ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন