আবার ঢাকায় আসতে চান ‘ফারাজ’ অভিনেতা জাহান

আগামীকাল ভারতে মুক্তি পেতে চলেছে হংসল মেহেতা পরিচালিত ‘ফারাজ’। শাহরুখ খানের ‘পাঠান’–এর দাপটের মধ্যেই মুক্তি পাবে ‘ফারাজ’। তবে এ নিয়ে কোনো চাপে নেই পরিচালক। কারণ, বক্স অফিসের অঙ্কের থেকে তিনি ভালো ছবি নির্মাণে বিশ্বাসী। আর ‘ফারাজ’–এ মানবিকতা, বন্ধুত্ব আর অহিংসার গল্প বলেছেন হংসল মেহেতা। মুম্বাইয়ের টি-সিরিজের দপ্তরে গত বুধবার ফারাজ সিনেমার মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। হংসল মেহেতা ছাড়াও তাতে হাজির ছিলেন ছবির দুই মূল অভিনয়শিল্পী—জাহান কাপুর ও আদিত্য রাওয়াল।

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে বক্স অফিসের প্রসঙ্গে হংসল মেহেতা বলেন, ‘এখন বক্স অফিস একটা ছবির সাফল্যের মানদণ্ড হয়ে দাঁড়িয়েছে। আমি মনে করি, সব ছবির নিজস্ব দর্শক আছে। ছবিটি তার দর্শককে ঠিক খুঁজে বের করে। সবছবিই শুক্রবার ব্লকবাস্টার হবে, এমন কোনো মানে নেই। ফারাজ সহজেই ওটিটিতে মুক্তি দিতে পারতাম। কিন্তু সিনেমাটিক অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন। ‘আরআরআর’, ‘পাঠান’-এর মতোই ‘ফারাজ’কে বড় পর্দায় দেখার অনুভব অন্য রকম। বড় পর্দায় এই ছবিটা দেখতে খুবই ভালো লাগবে।’

‘ফারাজ’ চরিত্রে অভিনয় করা জাহানকে জড়িয়ে ধরেছেন আলিয়া ভাট
ছবি: টুইটার

ফারাজ প্রসঙ্গে হংসল বলেন, ‘আদিত্য বা জাহান কারও চরিত্রকেই “বিচার” করিনি—বলিনি একজন মহান, একজন ভিলেন। দুজনই মানুষ—এদের আনুগত্য আলাদা। আদিত্যর রাগ, অভিমান উপলব্ধি করেছি। কিন্তু যেভাবে সে তার রাগকে ব্যক্ত করেছে, তাতে আমার আপত্তি আছে।’

ঢাকা দারুণ এক শহর। সবাই আমাদের আপন করে নিয়েছিল। ওখানাকার মানুষ, খাবারব—সবকিছুই দুর্দান্ত। সত্যি বলতে দুই দেশের মধ্যে আমি কোনো পার্থক্য দেখতে পাইনি। আমি আবার ঢাকায় যেতে চাই

হংসল জানান যে ‘ফারাজ’ ছবির গবেষণার প্রয়োজনে তিনি ও জাহান কাপুর ঢাকায় গিয়েছিলেন। জাহান এই ছবিতে ‘ফারাজ’-এর চরিত্রে অভিনয় করেছেন। হংসল মেহেতা বলেন, ‘ঢাকায় যাওয়ার অভিজ্ঞতা দারুণ। আশা করি আবার যাব। ওখানে গিয়ে সবার সঙ্গে দেখা করে আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। সেই ক্যাফের আশপাশে আমরা গিয়েছিলাম। সেখানে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। তাই দূর থেকে দেখেছিলাম। ওই ঘটনায় বেঁচে যাওয়া কয়েকজনের সঙ্গে আমরা দেখা করেছিলাম।’

জাহান কাপুর

ঢাকার খাবারও যে তাঁদের মুগ্ধ করেছে, সে কথা জানাতেও ভোলেননি হংসল, ‘ঢাকার খাবার দুর্দান্ত। আবার ঢাকায় গিয়ে খেতে চাই। আমি ও জাহান দুজনই ভোজনরসিক। আমরা গবেষণার মাঝে মাঝে ভালো খাবারের সন্ধানে বাজারে চলে যেতাম।’
ঢাকা সাফর প্রসঙ্গে জাহান বলেন, ‘ঢাকা দারুণ এক শহর। সবাই আমাদের আপন করে নিয়েছিল। ওখানাকার মানুষ, খাবারব—সবকিছুই দুর্দান্ত। সত্যি বলতে দুই দেশের মধ্যে আমি কোনো পার্থক্য দেখতে পাইনি। আমি আবার ঢাকায় যেতে চাই।’

‘ফারাজ’–এর প্রদর্শনীতে পরিচালক হংসল মেহতার সঙ্গে কথা বলছেন সাইফ আলী খান
ছবি : টুইটার

হংসল মেহেতা বলেন, তাঁরা ঢাকায় ফারাজের পরিবারের সঙ্গে দেখা করেছিলেন। এ প্রসঙ্গে জাহান বলেন, ‘আমি ও হংসল স্যার অনেকের সঙ্গে দেখা করেছি। ফারাজের পরিবারের সঙ্গেও আমরা দেখা করেছি। আমরা সততার সঙ্গে কাজ করেছি। আর কাজের মাধ্যমে আমরা তাদের তা ফিরিয়ে দিতে পারব আশা করি।’

আরও পড়ুন
আরও পড়ুন