শাহরুখ, সালমান নন; এই বাঙালি অভিনেতার ছবি প্রথম ১০০ কোটি রুপি আয় করে

‘ডিসকো ড্যান্সার’ সিনেমার দৃশ্য। ছবি : আইএমডিবি

‘১০০ কোটির ক্লাব’ নিয়ে বলিউডে আলোচনার শেষ নেই। মুক্তির পর কোনো সিনেমা কবে ১০০ কোটি রুপি ব্যবসা পূর্ণ করে, তা দেখতে অপেক্ষায় থাকেন অনেকেই। এই ১০০ কোটির ধারণা ব্যাপকভাবে প্রচলিত হয়েছে গত এক যুগে। আমির খান, শাহরুখ খান, সালমান খান থেকে শুরু করে অক্ষয় কুমার—অনেকেরই বেশ কয়েকটি সিনেমা ১০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে। তবে প্রথম কোন তারকার ছবি ১০০ কোটির ক্লাবে প্রবেশ করে? তিনি আমির, শাহরুখ, সালমান বা অক্ষয় নন। কে তিনি? ভারতীয় গণমাধ্যম ডিএনএ অবলম্বনে সেটাই জেনে নেওয়া যাক।

এ আর মুরুগাদস পরিচালিত সিনেমা ‘গজনি’ ২০০৮ সালে মুক্তির পর ব্যাপকভাবে আলোচনায় আসে। আমির খান অভিনীত সিনেমাটি বক্স অফিসেও ঝড় তোলে। প্রেক্ষাগৃহ থেকে আয় করে ১০০ কোটি রুপির বেশি।

‘ডিসকো ড্যান্সার’ সিনেমার দৃশ্য। ছবি : আইএমডিবি

অনেকে মনে করেন, ১০০ কোটি রুপি ব্যবসা করা প্রথম ভারতীয় সিনেমা বোধ হয় এই ‘গজনি’। কিন্তু এই রেকর্ড ‘গজনি’র নয়, বরং এমন একটি সিনেমার, যা মুক্তি পেয়েছিল ১৯৮২ সালে!

আরও পড়ুন

বাবর সুভাষ পরিচালিত সেই সিনেমা হলো ‘ডিসকো ড্যান্সার’। যে সিনেমার প্রধান চরিত্রে দেখা গিয়েছিল বাঙালি অভিনেতা মিঠুন চক্রবর্তীকে।

টান টান গল্প আর মিঠুনের নাচের কারণে দ্রুতই জনপ্রিয়তা পায় ছবিটি। বাপ্পী লাহিড়ির সুরে গানগুলোও মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে।

‘ডিসকো ড্যান্সার’ সিনেমার দৃশ্য। ছবি : আইএমডিবি

কেবল ভারতই নয়, সোভিয়েত ইউনিয়ন, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, তুরস্ক ও পূর্ব ইউরোপেও ব্যাপকভাবে সমাদৃত হয় সিনেমাটি। এ সিনেমার কল্যাণেই ব্যাপক জনপ্রিয়তা পান মিঠুন চক্রবর্তী।

ব্যবসাও করেছিল দুর্দান্ত, সেই সময়েই ছবিটি ১০০ কোটি রুপি আয় করে। কিছুদিন আগে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে ‘ডিসকো ড্যান্সার’-এর এই আয় নিয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন খোদ মিঠুন চক্রবর্তীও।

‘ডিসকো ড্যান্সার’ সিনেমার দৃশ্য। ছবি : আইএমডিবি

তিনি বলেছেন, ‘এখন তো হরহামেশাই ১০০ কোটি রুপির ব্যবসার কথা শোনা যায়। ১০০ কোটি রুপির ব্যবসা শুনতে অনেক সময়ই মনে হয়, ছবিটি ফ্লপ করেছে। অথচ সেই কবে “ডিসকো ড্যান্সার” ১০০ কোটি রুপি আয় করেছিল। এটা ছিল অবিশ্বাস্য।’