আমিশার গুরুতর অভিযোগ নিয়ে মুখ খুললেন এষা
কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে দুই বলিউড সহকর্মী কারিনা কাপুর ও এষা দেওলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন আমিশা প্যাটেল। এবার ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে আমিশার অভিযোগের পাল্টা জবাব দিলেন এষা।
আমিশার অভিযোগ ছিল, এষা-করিনার মতো অভিনেত্রীরা তাঁর থেকে কাজ ‘কেড়ে নিয়েছেন’।
আমিশা বলেন, ‘আমি যখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখি, তখন আমার সঙ্গে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিল সে সময়ের তারকা সন্তানরা। যেমন করিনা কাপুর, অভিষেক বচ্চন, হৃতিক রোশন, তুষার কাপুর, এষা দেওল, ফারদিন খানরা। আর তাঁরা প্রত্যেকেই চলচ্চিত্র পরিবারের তৃতীয় প্রজন্মের সন্তান।’
একই প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘সে সময় আমি ইন্ডাস্ট্রিতে বহিরাগত ছিলাম। আমাকে তখন দক্ষিণ বোম্বের নিয়মনীতি না মানা একজন নারী হিসেবেই দেখা হতো। আমি সেটে বকবক করতাম না, বই পড়তাম, গসিপ করতাম না, তাই আমাকে অসামাজিক বলা হতো, কারণ আমি পড়তেই ভালোবাসতাম।’
আমিশার অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে এষা বলেন, ‘উনি এমন বলেছেন নাকি? তবে এ ক্ষেত্রে আমার ভাবনা একেবারেই আলাদা। আমি মনে করি আমরা সবাই, যে যা কাজ পেয়েছি তা নিয়ে ব্যস্ত ছিলাম।
সে সময় সব অভিনেত্রীর সঙ্গেই আমার চমৎকার বন্ধুত্ব ছিল। আমার মনে হয় না যে কেউ কারও কাজ ছিনিয়ে নিয়েছে বলে!’
এষা আরও বলেন, ‘তখন সবার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, তখন সেই সম্পর্কগুলোর মধ্যে একটা আলাদা উষ্ণতা ছিল। সেটা সত্যিই দারুণ বিষয় ছিল। আমরা সবাই অনেক কাজই করছি। এমন নয় যে আমরা কেউ কাজ ছাড়া বসে ছিলাম।’
প্রসঙ্গত, ২০০২ সালে ‘কোয়ি মেরে দিল সে পুছে’ ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন এষা দেওল।