১০০ বছর বয়সে চলে গেলেন ‘মডেল গার্ল’ অভিনেত্রী
ভারতের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী স্মৃতি বিশ্বাস মারা গেছেন। বুধবার ভারতের মহারাষ্ট্রের নাসিক শহরে ১০০ বছর বয়সী এই অভিনেত্রীর মৃত্যু হয়েছে। বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন তিনি।
স্বর্ণযুগের এ তারকার মৃত্যুতে শোকস্তব্ধ শোবিজ অঙ্গন। শোক প্রকাশ করেছেন বলিউড পরিচালক হনসল মেহেতা। ইনস্টাগ্রামে স্মৃতি বিশ্বাসের একটি সিনেমার দৃশ্য শেয়ার করে তিনি লিখেছেন, ‘এবার শান্তিতে থাকুন স্মৃতি। আমাদের জীবনকে সমৃদ্ধ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।’
একজন শিশুশিল্পী হিসেবে অভিনয়ে পা রাখেন স্মৃতি বিশ্বাস। ১৯৩০ সালে বাংলা সিনেমা ‘সন্ধ্যা’র মাধ্যমেই অভিষেক ঘটেছিল। শুধু তা–ই নয়, গুণী নির্মাতা মৃণাল সেনের সিনেমা ‘নীল আকাশের নিচে’ চলচ্চিত্রেও দেখা গেছে অভিনেত্রীকে। হেমন্ত বোসের ‘দ্বন্দ্ব’ সিনেমাতেও অভিনয় করেন স্মৃতি বিশ্বাস।
দীর্ঘ ক্যারিয়ারে বাংলা ভাষার পাশাপাশি ১৯৫০ সালে মুম্বাই ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন স্মৃতি। পরবর্তী সময়ে ১৯৬০ সালে ‘মডেল গার্ল’ নামের একটি বলিউড সিনেমাতে বেশ আলোচিত হন তিনি। তবে এটিই ছিল তাঁর শেষ হিন্দি সিনেমা।
দীর্ঘ ক্যারিয়ারে দেব আনন্দ, কিশোর কুমার, বলরাজ সাহানি থেকে শুরু করে তৎকালীন অনেক খ্যাতিমান তারকার সঙ্গে কাজ করেছেন।
ভারতের খ্যাতনামা নির্মাতা গুরু দত্ত, রাজ কাপুর, বিমল রায়, মৃণাল সেন, ভি সান্তারামের মতো পরিচালকের সঙ্গেও কাজ করেছেন অভিনেত্রী স্মৃতি বিশ্বাস। বাংলা ভাষার পাশাপাশি মারাঠি ও হিন্দি সিনেমাতেও ছিল তাঁর রাজত্ব। সবখানেই অভিনয়ের জাদুতে ভক্তদের হৃদয়ে পাকাপাকিভাবে জায়গা করেন নেন অভিনেত্রী।
ক্যারিয়ারে বেশ সফল হলেও নির্মাতা এস ডি নারাংকে বিয়ের পর অভিনয় থেকে সরে যান অভিনেত্রী।