প্রথম কেমো নিয়ে ক্যানসার আক্রান্ত হিনার অনুভূতি

হিনা খানইনস্টাগ্রাম থেকে

ভারতের টেলিভিশনের জনপ্রিয় তারকা হিনা খান। হঠাৎ করেই স্বাস্থ্য নিয়ে গুঞ্জন। তারপর সেই গুঞ্জনকে সত্যি করে অভিনেত্রী নিজেই জানালেন সবটা। বলেন, স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। চলছে তৃতীয় পর্যায়। এই খবর জানার পর হতবাক তাঁর ভক্ত-অনুরাগীরা। অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন ভক্ত-সহকর্মীরা।
ক্যানসারের সঙ্গে সাহসের সঙ্গে লড়াইয়ের কথা জানিয়েছেন হিনা খান। হাসপাতাল থেকে দেওয়া একটি ভিডিও পোস্টে জানান, প্রথম কেমোতে একটুও ভয় পাচ্ছেন না তিনি। বলেছেন, সব বাহারি চাকচিক্য শেষ, প্রথম কেমোথেরাপির জন্য হাসপাতালে আছি, সুস্থ হয়ে ফিরব।

হিনা খান
ইনস্টাগ্রাম থেকে

পাশাপাশি ক্যানসারে আক্রান্ত হওয়ার সেই কঠিন সময়ের কথাও স্পষ্ট করেছেন অভিনেত্রী। পুরো ঘটনা উল্লেখ করে ভিডিওর নিচে লিখেছেন, একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেওয়ার আগেই এই দুঃসংবাদ পেয়েছিলেন তিনি। তবু ভেঙে পড়েননি। বরং সেজেগুজেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। সেদিনের অনুষ্ঠানের কিছু মুহূর্তও জুড়ে দিয়েছেন হাসপাতালের ভিডিওর সঙ্গে।

হিনা খান লিখেছেন, ‘এই অনুষ্ঠানের রাতেই জানতে পারি আমি ক্যানসারে আক্রান্ত। সচেতনভাবেই সিদ্ধান্ত নিই এদিনের অনুষ্ঠানে যাওয়ার। নিজের জন্য নয়, অন্যদের জন্য। এই দিনটা আমার জীবনের কঠিনতম দিন, সেদিন থেকে সব বদলে গেল। তাই ভাবলাম ভালো কিছু দিয়েই শুরু করা যাক।’

এর আগেও হিনা জানান, কঠিন সময়ে মোটেও ভয় পাচ্ছেন না তিনি; বরং তিনি নিশ্চিত তাঁর এই লড়াই আগামী দিনে অনেককে অনুপ্রেরণা জোগাবে। অভিনেত্রী তাঁর পোস্টে আরও লিখেছেন, ‘মনে রাখবেন, আমাদের শরীরে ক্ষত তৈরি হতে পারে। কিন্তু আমরা যেন একদম ভয় না পাই।’ হিনার এই সাহসের প্রশংসা করছেন শোবিজ তারকারাও।

আরও পড়ুন