সোহিনী-মিঠুনের আদুরে ছবি এবং ‘কাবুলিওয়ালা’র ফেরা

‘কাবুলিওয়ালা’ ছবিতে মিঠুন চক্রবর্তীইনস্টাগ্রাম

‘তাঁর সঙ্গে পর্দায় আসার অভিজ্ঞতা অসাধারণ’ এই গুটিকয় কথা লিখে টলিউড অভিনেত্রী সোহিনী সরকার তাঁর ইনস্টাগ্রামের পাতায় এক আদুরে ছবি পোস্ট করেছেন। এই ছবিতে দেখা যাচ্ছে বলিউড তথা টলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে সোহিনী। এই ছবি যেন শুধুই আদরে মাখামাখি। মিঠুনের সঙ্গে সোহিনীর এই ছবিটি নেট দুনিয়ায় সাড়া ফেলেছে। জমা পড়েছে নানা মন্তব্য। এক দর্শক লিখেছেন, ছবিটি আদুরে!

সোহিনী ইনস্টাগ্রামে আরও কিছু ছবি ভাগ করে নিয়েছেন। এই ছবিগুলোতে তাঁকে অভিনেতা আবির চট্টোপাধ্যায়, শিশুশিল্পী অনুমেঘা কাহালি, পরিচালক সুমন ঘোষের সঙ্গে দেখা যাচ্ছে। ছবিগুলোর মাধ্যমে অভিনেত্রী ‘কাবুলিওয়ালা’-কে ঘিরে তাঁর দারুণ অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন।

আজ শুক্রবার বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘কাবুলিওয়ালা’। সুমন ঘোষ পরিচালিত এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মিঠুন।

ইনস্টাগ্রামে এ ছবি শেয়ার করেছেন সোহিনী

আর তাঁর সঙ্গে আছেন সোহিনী, আবির, অনুমেঘা কাহালিসহ আরও অনেকে। ট্রেলার মুক্তির পর থেকেই সুমনের এই ছবিকে ঘিরে জোর চর্চা। ছবির ট্রেলারেই মিঠুন বুঝিয়ে দিয়েছিলেন তিনি এখনো ফুরিয়ে যাননি।  ‘কাবুলিওয়ালা’ ছবিতে অভিনয় করতে পেরে মিঠুন দারুণ উৎফুল্ল। তিনি এক বিবৃতিতে বলেছেন, ‘কাবুলিওয়ালা-তে রহমতের চরিত্রে অভিনয় করার সময় আমি নিজেকে ঠাকুরের (রবীন্দ্রনাথ) গল্পের সেই সময়কালের পথেঘাটে যেন হারিয়ে ফেলেছিলাম।

এটা এক এমন কাহিনি, যার সঙ্গে মানুষের যুগ যুগ ধরে এক গভীর সম্পর্ক আছে। কাবুলিওয়ালা ছবির গল্প আমাদের স্মরণ করায় যে ভালোবাসা একটি ভাষা, যা সময় আর সীমাকে তোয়াক্কা না করে শুধু হৃদয় দিয়ে অনুভব করা যায়।’

‘কাবুলিওয়ালা’ ছবিতে মিঠুন চক্রবর্তী
ইনস্টাগ্রাম

পরিচালক সুমন ঘোষ এই একই বিবৃতিতে বলেছেন, ‘কাবুলিওয়ালা-কে আবার পর্দায় আনা আমার কাছে শুধুই আবেগ। আর পুরোনো স্মৃতিগুলোকে নিয়ে এ এক সৃজনশীল ভ্রমণ। রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকে আবার পুঙ্খানুপুঙ্খভাবে উপলব্ধি করা অনেক বড় সম্মানের ব্যাপার। বিশেষ করে মিঠুন চক্রবর্তীর সঙ্গে তা করার সুযোগ পেয়েছি। রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গল্পের মতোই পর্দাতেও এর জাদু সবার হৃদয় জয় করে নেয়।’

১৯৫৬ সালে মুক্তি পেয়েছিল তপন সিং পরিচালিত ‘কাবুলিওয়ালা’। সাদা-কালো এই ছবিতে রহমত শেখের ভূমিকায় অভিনয় করেছিলেন বাংলার কিংবদন্তি অভিনেতা ছবি বিশ্বাস। তাঁর অভিনীত এই চরিত্রটি আজও ‘অমর’ হয়ে আছে। ১৯৬১ সালে ‘কাবুলিওয়ালা’ ছবিটি হিন্দিতে নির্মাণ করা হয়েছিল। হেমেন গুপ্ত পরিচালিত এই ছবিতে রহমত শেখের চরিত্রে দেখা গিয়েছিল বলরাজ সাহনীকে। দীর্ঘ সময় পর ‘কাবুলিওয়ালা’-কে আবার পর্দায় জীবন্ত করলেন সুমন ঘোষ।