জন্মদিনে ‘ধুরন্ধর’ হয়ে চমকে দিলেন রণবীর

‘ধুরন্ধর’-এর প্রথম ঝলকে রণবীর সিং। এক্স থেকে

আজ রণবীর সিংয়ের জন্মদিনে মুক্তি পেল তাঁর নতুন সিনেমা ‘ধুরন্ধর’-এর প্রথম ঝলক। জিও স্টুডিওস ও বি৬২ স্টুডিওসের ব্যানারে প্রকাশিত এই অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবিটি পরিচালনা করছেন ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ নির্মাতা আদিত্য ধর। এদিকে সিনেমার ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছেন রণবীর।
২ মিনিট ৪০ সেকেন্ডের টিজারটি যেন এক ‘ভিজ্যুয়াল ঝড়’—রহস্যময়তা আর অ্যাকশন মিলিয়ে রীতিমতো চোখধাঁধানো এক অভিজ্ঞতা। ছবিতে রণবীর সিং ছাড়াও আছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খন্না, আর মাধবন ও অর্জুন রামপাল।

প্রথম ঝলকে ব্যবহার করা হয়েছে সংগীতশিল্পী শাশ্বতের একটি মৌলিক কম্পোজিশন, যেখানে কণ্ঠ দিয়েছেন জ্যাসমিন স্যান্ডলাস। এ ছবিতে আদিত্য ধর শুধু পরিচালক নন, বরং লেখক ও প্রযোজকের ভূমিকাও পালন করছেন।

প্রযোজনা প্রতিষ্ঠানের ভাষ্য অনুযায়ী ‘ধুরন্ধর’ এমন মানুষের গল্প বলবে, যাঁদের নাম কেউ জানে না, যাঁদের কাহিনি লেখা নেই ইতিহাসের পাতায়। আড়ালের সেই নায়কদের গল্পই উঠে আসবে পর্দায়—যেমনটা হয়েছিল আদিত্য ধরের আগের ‘উরি’ ছবিতে।

‘ধুরন্ধর’-এর প্রথম ঝলকে রণবীর সিং। এক্স থেকে

রণবীর সিং বলিউডে আত্মপ্রকাশ করেন ২০১০ সালে যশরাজ ফিল্মসের রোমান্টিক কমেডি ‘ব্যান্ড বাজা বারাত’ দিয়ে, যা তাঁকে এনে দেয় ফিল্মফেয়ার সেরা নবাগত অভিনেতার পুরস্কার।

পরবর্তী সময়ে সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় ‘রাম-লীলা’ (২০১৩), ‘বাজিরাও মাস্তানি’ (২০১৫) ও ‘পদ্মাবত’ (২০১৮) ছবিগুলোর মাধ্যমে নিজের অবস্থান শক্ত করেন তিনি।

আরও পড়ুন

‘গালি বয়’–এর (২০১৯) একজন র‍্যাপার হিসেবে তাঁর অভিনয় তাঁকে এনে দেয় আরেকটি ফিল্মফেয়ার সেরা অভিনেতার পুরস্কার। তাঁর অভিনীত সবশেষ সিনেমা করণ জোহরের ‘রকি ওউর রানি কি প্রেমকাহানি’ও হিট হয়।
সিনেমাটি মুক্তির তারিখ প্রকাশ করা হয়নি।

তথ্যসূত্র: ভ্যারাইটি

‘ধুরন্ধর’ সিনেমার পোস্টার। আইএমডিবি