কলকাতায় আনুশকার রোশনাই
ভারতীয় নারী ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিকের দৃশ্য ধারণ করতে এখন কলকাতায় আছেন আনুশকা শর্মা। গত সোমবার সেই সিনেমার কলাকুশলীদের নিয়ে কলকাতার পাঁচ তারকা হোটেলে এক পার্টি দেন তিনি। সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশায় ফিনফিনে সবুজ শাড়ি আর ব্লাউজের সঙ্গে গলায় ভারী অলংকার, মোহনীয় হাসিতে আলোর রোশনাই ছড়ালেন বলিউড তারকা আনুশকা শর্মা। বেশ ফুরফুরে মেজাজে ছিলেন আনুশকা, একে তো পাকিস্তানের বিরুদ্ধে তাঁর স্বামী ক্রিকেটার বিরাট কোহলির অনবদ্য ইনিংস, তার ওপর সেদিন ছিল দীপাবলি—দুইয়ে মিলে এ পার্টি, বলছে ভারতীয় গণমাধ্যমগুলো। পার্টিতে তোলা কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করতেই ইনস্টাগ্রামে ঝড়।
তার তিন দিন আগে আনুশকার শেয়ার করা আরেকটি ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। শুক্রবার সকালে নাশতার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন অভিনেত্রী। পোস্ট করার পর থেকেই ছবিটি ভাইরাল। সকালের নাশতা হিসেবে যে ঝালমুড়ি খাচ্ছিলেন আনুশকা। ইনস্টাগ্রাম স্টোরিতে ঝালমুড়ির ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘সকালের নাশতার জন্য ঝালমুড়ি আর পেয়ারা। আমার ডায়েট পরিকল্পনা কে অনুসরণ করতে চান?’
সেই ২০১৮ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছে আনুশকা অভিনীত সর্বশেষ ছবি ‘জিরো’। এরপর বিয়ে, মাতৃত্বকালীন বিরতি মিলিয়ে অনেক দিন পর্দায় নেই অভিনেত্রী। ঝুলন গোস্বামীর জীবনী অবলম্বনে ‘চাকদা এক্সপ্রেস’ দিয়ে অভিনয়ে ফিরেছেন তিনি। ভারতীয় পেসার ঝুলন গোস্বামীর জন্ম পশ্চিমবঙ্গের চাকদায়। ছবির শুটিংয়ে তাই ঝুলনের শহর কলকাতায় এসেছেন আনুশকা।
ছবির শুটিং হচ্ছে ইডেন গার্ডেনসে। প্রসিত রায় পরিচালিত ছবিটির জন্য অনেক দিন ধরেই প্রস্তুতি নিয়েছেন আনুশকা। পেস বোলারদের মতো হয়ে উঠতে ভারত ও যুক্তরাজ্যে নিবিড় অনুশীলন করেছেন তিনি। ছবিটি নিয়ে আগে দেওয়া এক সাক্ষাৎকারে আনুশকা বলেছিলেন, ‘ছবিটির চিত্রনাট্য দুর্দান্ত। নারী ক্রিকেট নিয়ে এটা আমার চোখ খুলে দিয়েছে। আমি নিশ্চিত, দর্শকেরও এটা ভালো লাগবে।’
ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে সরাসরি মুক্তি পাবে ‘চাকদা এক্সপ্রেস’।