চোখ দিয়ে অভিনয় শিখেছেন সানজিদা

সানজিদা শেখ। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

সিদ্ধার্থ আনন্দের ‘ফাইটার’ ছবিতে নজর কেড়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সানজিদা শেখ। ‘হীরামন্ডি: দ্য ডায়মন্ড বাজার’ সিরিজের কারণে এখন নানাভাবে চর্চায় উঠে আসছেন তিনি। সম্প্রতি অভিনেত্রী তাঁর দুই ভিন্ন স্বাদের প্রকল্পকে ঘিরে নিজের অভিজ্ঞতা ব্যক্ত করেছেন।

আরও পড়ুন

সানজিদা টেলিভিশন–দুনিয়ার পরিচিত নাম। তবে ফাইটার ছবি তাঁর জনপ্রিয়তাকে আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছে। গত ১ মে মুক্তি পেয়েছে বানসালির বহুল প্রতীক্ষিত সিরিজ ‘হীরামন্ডি’। সিরিজটিতে তিনি ‘ওয়াহিদা’ চরিত্রে অভিনয় করেছেন।

এ সিরিজে কাজের অভিজ্ঞতা নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘সিরিজের জন্য আমাদের কর্মশালা করতে হয়েছে। এই কর্মশালা চলার সময় ফাইটার ছবিতে সুযোগ পাই।

সানজিদা শেখ। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

“হীরামন্ডি”র মহড়ার সময় আমাকে বানসালি স্যার শিখিয়েছিলেন, কীভাবে চোখ দিয়ে অভিনয় করতে হয়। নিজের অভিব্যক্তি প্রকাশের ক্ষেত্রে উনি চোখের ব্যবহার শিখিয়েছিলেন। এই অভিজ্ঞতা “ফাইটার”-এর শুটিংয়েও ব্যবহার করেছিলাম।’

বানসালি প্রসঙ্গে অভিনেত্রী আরও বলেছেন, ‘এই প্রকল্পে সুযোগ পাওয়ার জন্য আমি তাঁর প্রতি কৃতজ্ঞ। তিনি আমাকে সিরিজটির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য বেছে নিয়েছেন। এ ধরনের প্রকল্পে অভিনয় করার স্বপ্ন দেখতাম। এখন সেই স্বপ্ন সত্যি হয়েছে। আমি “হীরামন্ডি” টিমের কাছে কৃতজ্ঞ। সবার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দুর্দান্ত। সিরিজটি আমাকে আত্মবিশ্বাসী করে তুলেছে।’

এ ছাড়া ‘ফাইটার’ ছবিতে হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোনের মতো তারকার সঙ্গে কাজের অভিজ্ঞতা মেলে ধরেছেন সানজিদা।

‘হীরামন্ডি’ পোস্টার থেকে। আইএমডিবি

তাঁর কথায়, ‘হৃতিকের সঙ্গে কাজ করা মোটেও কঠিন ছিল না। আমি শুধু তাঁর চোখের দিকে তাকিয়ে অভিনয় করে গিয়েছিলাম। দীপিকার ক্ষেত্রেও আমি একই কাজ করেছিলাম। উনি আমার চোখের প্রশংসা করেছিলেন। আমার মনে হয়, সহ–অভিনেতারা যখন পাশে থাকেন, তখন কাজ করা সহজ হয়ে যায়।’

বানসালির ‘হীরামন্ডি’তে সানজিদা ছাড়াও আছেন মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডাসহ অনেকে।