বিয়ে করেছেন সামান্থা, পাত্র কে

সামান্থা রুথ প্রভুছবি: ইনস্টাগ্রাম থেকে

বেশ কিছুদিন ধরেই অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও নির্মাতা রাজ নিধুমুরুর প্রেমের গুঞ্জন চলে আসছিল। আজ সোমবার জানা গেল বিয়ের খবর। হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়াডটকম, পিংকভিলাসহ একাধিক গণমাধ্যম দুই তারকার ঘনিষ্ঠ সূত্রকে উদ্ধৃত করে বিয়ের খবর নিশ্চিত করেছে। পরে সামান্থা ইনস্টাগ্রামে বিয়ের খবর নিশ্চিত করেন।

জানা গেছে, আজ সকালে বিয়ের অনুষ্ঠানটি হয়েছে ইশা যোগা সেন্টারের লিং ভৈরবী মন্দিরে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোট ৩০ জন অতিথি। সামান্থা বিবাহের অনুষ্ঠানে লাল শাড়ি পরেছিলেন।

বিয়ের আসরে সামান্থা ও রাজ। সামান্থার ইনস্টাগ্রাম থেকে

গত রোববার রাতে এমন গুঞ্জন ছড়িয়েছিল যে এই জুটি বিয়ের পিঁড়িতে বসছেন। এ প্রসঙ্গে রাজের সাবেক স্ত্রী শ্যামালি দে তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে রহস্যময় একটি উদ্ধৃতি শেয়ার করেছিলেন, ‘নিরাশ্রয় মানুষ হতাশার কাজ করে’, যা আলোচনা তৈরি করেছিল। রাজ ও শ্যামালি ২০২২ সালে আলাদা হয়ে যান।

রাজ ও সামান্থার ঘনিষ্ঠ সম্পর্কের গুঞ্জন ২০২৪ সালের শুরুতেই শোনা যাচ্ছিল। গত এক বছরে সামান্থা সামাজিক যোগাযোগমাধ্যমে রাজের সঙ্গে ছবি শেয়ার করে তাঁর অনুভূতি প্রকাশ করেছিলেন।

আরও পড়ুন

সামান্থা আগে দক্ষিণি অভিনেতা নাগা চৈতন্যার সঙ্গে বিবাহিত ছিলেন। চার বছর পর তাঁদের বিচ্ছেদ হয়, পরে অভিনেত্রী সবিতা ধুলিপালাকে বিয়ে করেন নাগা।
রাজ ও ডিকে পরিচলিত ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ ও ‘সিটাডেল: হানি বানি’তে অভিনয় করেন সামান্থা। ধারণা করা হয়, একসঙ্গে কাজ করতে গিয়েই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা।

রাজ ও সামান্থা। ইনস্টাগ্রাম থেকে