ক্রিকেটার শুবমান গিল এবার স্পাইডারম্যান

শুবমান গিল
ছবি: ইনস্টাগ্রাম

ব্যাট হাতে সময়টা দারুণ কাটছে ভারতীয় ক্রিকেটার শুবমান গিলের। এবার বিনোদন দুনিয়ায় নতুন চমক দিতে প্রস্তুত তিনি। না, কোনো ছবির নায়ক নন শুবমান। তাঁর কণ্ঠস্বর এবার রুপালি পর্দায় শোনা যাবে। ক্রিকেটের ময়দানের সুপারহিরো এবার পর্দার সুপারহিরো হয়ে উঠতে চলেছেন।

স্পাইডারম্যানের এই প্রথম ভারতীয় সংস্করণ আসতে চলেছে। এই ‘দেশি অবতার’–এর নাম ‘পবিত্র প্রভাকর’। তার শহর হলো ‘মুম্বাটন’। এখানেই শেষ নয়, এই দেশি স্পাইডারম্যানের পেছনে আছে ভারতীয় ক্রিকেটার শুবমান গিলের কণ্ঠ। হিন্দি ও পাঞ্জাবি সংস্করণে তাঁর গলা শোনা যাবে। তাই সব মিলিয়ে জমজমাট হতে চলেছে ভারতীয় স্পাইডারম্যান।

সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট নিয়ে আসতে চলেছে ‘স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স’ ছবিটি। ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালাম, বাংলা, কন্নড়, গুজরাটি, পাঞ্জাবি, মারাঠি—একসঙ্গে ১০টি ভাষায় ছবিটি মুক্তি পাবে। এই প্রথম কোনো হলিউড ছবি ১০টি ভাষায় মুক্তি পেতে চলেছে। আজ বৃহস্পতিবার মুম্বাইয়ে এ ছবির ট্রেলার মুক্তি পেল। ট্রেলার মুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেটার শুবমান গিল।

আরও পড়ুন

ক্রিকেট ময়দানের বাইরে এবার বিনোদন দুনিয়ায় তাঁর অভিষেক হতে চলেছে। ক্রিকেটের মতো বিনোদনের ময়দানেও ঝলমলে ছিলেন শুবমান। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের নানান বাউন্সার সুন্দরভাবে সামলেছেন তিনি।

শুবমান গিল
ইনস্টাগ্রাম

এই খ্যাতনামা ক্রিকেটার তাঁর এই নতুন ভ্রমণের প্রসঙ্গে একরাশ উচ্ছ্বাস নিয়ে বলেছেন, ‘আমি ছোট থেকেই স্পাইডারম্যানের ভক্ত। এই প্রথম আমি কোনো ছবিতে ডাব করলাম। আমি জানতাম না, কীভাবে ডাব করতে হয়। তাই আমার কাছে এক নতুন চ্যালেঞ্জ ছিল। আর এই চ্যালেঞ্জ উতরাতে গিয়ে আমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছি। তবে সবকিছু মিলিয়ে দারুণ মজা পেয়েছি।’

বড় পর্দায় প্রথমবার নিজের আওয়াজ শোনার প্রসঙ্গে শুবমান বলেছেন, ‘একজন স্পাইডারম্যান ভক্ত হিসেবে এই অনুভূতি অনন্য। পবিত্র প্রভাকরের কণ্ঠস্বর হতে পারাটা আমার জন্য এক অনবদ্য অভিজ্ঞতা। আমার মনে হচ্ছে, সত্যি সত্যি করতে পেরেছি। আর নিজেকে এখন অতিমানব বলে মনে হচ্ছে।’

প্রিয় বলিউড অভিনেতার প্রসঙ্গে শুবমান জানান, ‘আমি বলিউড সুপারস্টার হৃতিক রোশনকে পছন্দ করি। তাঁর “ধুম”, “কোই মিল গায়া” আমার প্রিয় ছবি।’ শুবমানের জীবনে সুপারহিরো কে, জবাবে তিনি বলেন, ‘আমার বাবা আমার কাছে সুপারহিরো। আমি মনে করি প্রত্যেকের মা–বাবা তাদের কাছে হিরো।’
১ জুন ‘স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স’ বড় পর্দায় আসতে চলেছে।