অক্ষয়, এবার খুশি তো
কয়েক বছর ধরেই বক্স অফিসে ব্যর্থতা যেন অক্ষয়ের পিছু ছাড়ছে না। এর মধ্যে সর্বশেষ ‘কেশরী ২’ কেবল অভিনেতার মান বাঁচায়। অবশেষে অভিনেতা সম্ভবত বড় সাফল্যের মুখ দেখতে যাচ্ছেন। কারণ, তাঁর অভিনীত নতুন সিনেমা ‘হাউসফুল ৫’ মুক্তির পর দারুণ শুরু করেছে। খবর হিন্দুস্তান টাইমসের
সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত এই কমেডি ছবি পরিচালনা করছেন তরুণ মনসুখানি, যিনি ১২ বছর পর পরিচালনায় ফিরলেন ‘হাউসফুল ৫’-এর মাধ্যমে। এর আগে ‘দোস্তানা’ ছবির জন্য প্রশংসিত হন তিনি।
‘হাউসফুল ৫’ যে এত ব্যবসা করবে, আগে থেকেই অনুমান করা গিয়েছিল। কারণ, মুক্তির আগে অগ্রিম বুকিংয়ের বিচারে ‘হাউসফুল ৫’ ইতিমধ্যেই পেছনে ফেলেছে ‘সিকান্দার’, ‘ছাবা’ ও ‘রেইড ২’-এর মতো বড় বাজেটের ছবিকে।
গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তির পর প্রথম দিনেই ২৪ কোটি রুপি আয় করে সিনেমাটি। গতকাল শনিবার ছিল ছবিটির মুক্তির দ্বিতীয় দিন। এদিন ছবিটির আয় ৩০ কোটি রুপি।
সব মিলিয়ে দুই দিনে ছবিটির আয় দাঁড়িয়ে ৫৪ কোটি রুপি। এটা কেবল ভারতের বক্স অফিসের হিসাব। মনে করা হচ্ছে, চার থেকে পাঁচ দিনেই ‘হাউসফুল ৫’ ১০০ কোটি রুপি আয়ের অঙ্ক ছুঁয়ে ফেলবে।
অভিনয়শিল্পীদের তালিকাও কম জাঁকজমকপূর্ণ নয়। ছবিতে অক্ষয় কুমার ছাড়াও রয়েছেন নানা পাটেকর, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, শ্রেয়াস তলপড়ে, চাঙ্কি পান্ডে, ফারদিন খান, চিত্রাঙ্গদা সিং, জ্যাকুলিন ফার্নান্দেজ, নারগিস ফাখরি, রঞ্জিত ও জনি লিভারের মতো একঝাঁক তারকা। গল্পের কেন্দ্রে রয়েছে একটি খুনের রহস্য, তবে তা এগিয়ে গেছে হাস্যরসের মাধ্যমে।