‘থ্রি ইডিয়টস’ অভিনেতা আলী ফজলের অজানা ১০ তথ্য

‘থ্রি ইডিয়টস’-এর আলী ফজলের কথা মনে আছে? ওই যে একটি ছেলে পড়াশোনার চাপ সইতে না পেরে কলেজ হোস্টেলে আত্মহত্যা করেছিলেন। গিটার বাজিয়ে গেয়েছিলেন গান, ‘গিভ মি সাম সানশাইন...।’ আমির খান, শরমান যোশী, মাধবনের পাশাপাশি ছোট্ট একটি চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল আলী ফজলকে। তখনো তিনি তারকা হয়ে ওঠেননি। ‘থ্রি ইডিয়টস’ ফজলের ভাগ্য বদলে দিয়েছে। তাঁর সম্পর্কে রইল অজানা ১০ তথ্য।
১ / ১০
আলী ফজল সর্বকনিষ্ঠ ভারতীয় অভিনেতা, যাঁকে একাডেমি পুরস্কারের সদস্য হিসেবে ভূষিত করা হয়েছে
ইনস্টাগ্রাম থেকে
২ / ১০
২০১৭ সালে অভিনেতার জন্মদিনে তাঁকে ব্রিটেনের রাজপরিবারের সাবেক বাসভবন অসবোর্ন হাউস থেকে স্যুভেনির হিসেবে জুডি ডেঞ্চের একটি রাজকীয় ডিনার সেট উপহার দেওয়া হয়েছিল
ইনস্টাগ্রাম থেকে
৩ / ১০
আলী ফজলের সব সময়ের প্রিয় ছবি, যা দেখে তিনি হাসতে থাকেন, ‘ওয়্যাগ দ্য ডগ’
ইনস্টাগ্রাম থেকে
৪ / ১০
ফুকরে’ ছবির সেটে আলাপ। এরপর প্রেম, বিয়ে। আলী ফজল ও রিচা চাড্ডার কাহিনি সবার প্রিয়
ইনস্টাগ্রাম থেকে
৫ / ১০
স্কুলে ভালো খেলোয়াড় হিসেবেও তিনি পরিচিত ছিলেন। ফুটবল ও বাস্কেটবল খেলতেন তিনি
ইনস্টাগ্রাম থেকে
৬ / ১০
অনেকের মতে, আলী ডেব্যু করেছিলেন রাজকুমার হিরানির ‘থ্রি ইডিয়টস’ ছবির হাত ধরে। আদতে তাঁর প্রথম কাজ সাইদ আখতার মির্জার ‘এক তো চান্স’
ইনস্টাগ্রাম থেকে
৭ / ১০
‘ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল’-এর সেটে তিন মাসের মধ্যে শটের ফাঁকে ফাঁকে আলী জুডি ডেঞ্চকে প্রতিদিন উর্দু শেখাতেন। পর্দায়ও সেই সেশন দেখানো হয়েছে
ইনস্টাগ্রাম থেকে
৮ / ১০
‘থ্রি ইডিয়টস’ ও ‘ফুকরে’ ছবিতে তাঁকে মিউজিশিয়ানের ভূমিকায় দেখা যায়। তাঁর নিজেরও সংগীতের প্রতি ঝোঁক রয়েছে বলে জানা যায়। গান গাইতে ও গিটার বাজাতে পারেন তিনি
ইনস্টাগ্রাম থেকে
৯ / ১০
১৫ অক্টোবর ১৯৮৬ সালে লক্ষ্ণৌয়ে জন্ম নেন আলী। মা–বাবা এলাহাবাদের। তিনি দুন স্কুলে পড়াশোনা শেষ করেন
ইনস্টাগ্রাম থেকে
১০ / ১০
অভিনেতা যেকোনো সময় বসে একটানা সিটকম ‘ফ্রেন্ডস’ দেখতে পারেন
ইনস্টাগ্রাম থেকে