২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

কানে কী করবেন অদিতি

৭৭তম কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে উড়াল দিয়েছেন বলিউড তারকা অদিতি রাও হায়দারি। নির্মাতা সঞ্জয় লীলা বানসালির ‘হীরামন্ডি’ সিরিজে অভিনয় করে আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী।
১ / ৫
গতকাল কানের পথে উড়াল দিয়েছেন অদিতি। যাত্রাপথে উড়োজাহাজে তোলা দুটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে প্রকাশ করেছেন অদিতি। একটি ছবিতে লিখেছেন, ‘হ্যালো, কান’। আরেকটি ছবিতে অদিতির সঙ্গে তাঁর স্টাইলিস্ট সানাম রাতানসিকে দেখা গেছে
ছবি: অদিতির ইনস্টাগ্রাম থেকে
২ / ৫
কান চলচ্চিত্র উৎসবে আনুষ্ঠানিকভাবে মনোনীত সিনেমার নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা তো হাজির হনই। এর বাইরে বিভিন্ন ব্র্যান্ডের প্রতিনিধি হিসেবে, কেউ কেউ আবার ব্যক্তিগত উদ্যোগেও কানে যান। অদিতি ফ্যাশন ব্র্যান্ড লরিয়েল প্যারিসের প্রতিনিধি হিসেবে কানে অংশ নিচ্ছেন
ছবি: অদিতির ইনস্টাগ্রাম থেকে
৩ / ৫
এ বছর কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হাঁটার কথা রয়েছে তাঁর
ছবি: অদিতির ইনস্টাগ্রাম থেকে
৪ / ৫
গত বছর কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় প্রথমবারের মতো দেখা গিয়েছিল তাঁকে। এবার দ্বিতীয়বারের মতো লালগালিচায় হাজির হবেন
ছবি: অদিতির ইনস্টাগ্রাম থেকে
৫ / ৫
গত মাসে মুক্তিপ্রাপ্ত ‘হীরামন্ডি’ সিরিজে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন অদিতি। এর আগে ‘পদ্মাবত’, ‘জুবিলি’ ও ‘রকস্টার’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমায়ও অভিনয় করেছেন তিনি
ছবি: অদিতির ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন