লাল শাড়িতে নজর কেড়েছেন বিদ্যা, রইল আরও কিছু ছবি

বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের ক্যারিয়ারের শুরু বাংলা ছবি দিয়ে। ‘ভালো থেকো’ নামের একটি ছবিতে প্রথম অভিনয় করেছিলেন তিনি। বলিউডে তাঁর প্রথম ছবি ‘পরিণীতা’—সেখানেও তিনি অভিনয় করেছিলেন এক বাঙালি মেয়ের চরিত্রে। বাংলায় খুব সুন্দর কথাও বলতে পারেন তিনি। তিনি বাঙালি নন। বিদ্যার বাড়ি ভারতের কেরালায়। এমনকি তাঁর পরিবারের কেউই পশ্চিমবঙ্গের লোকও নন। তবু বাংলার প্রতি বিদ্যার রয়েছে এক আলাদা টান। বিদ্যা যেন শাড়িতে অনিন্দ্যসুন্দর, চিরচেনা বাঙালি নারীর মতোই। নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন নতুন ছবি শেয়ার করেন। সোমবার তেমন কিছু শেয়ার করেছেন, যেখানে লাল শাড়িতে নজর কেড়েছেন এই অভিনেত্রী। চলুন দেখি সেসব ছবিসহ আরও কিছু ছবি।

১ / ১২
সোমবার এই ছবি শেয়ার করেছেন বিদ্যা
২ / ১২
লাল শাড়িতে নজর কেড়েছেন বিদ্যা
৩ / ১২
বিদ্যা বালান মানেই যেন শাড়ি
৪ / ১২
বিদ্যা যেন শাড়িতে অনিন্দ্যসুন্দর, চিরচেনা বাঙালি নারীর মতোই
৫ / ১২
বলিউডে তাঁর মতো শাড়ি প্রেমী অভিনেত্রী খুব একটা দেখা যায় না।
৬ / ১২
চলচ্চিত্র কিংবা উৎসব—শাড়িই তাঁর প্রথম পছন্দ। ছবি: আইএএনএস
৭ / ১২
অন্য অভিনেত্রীদের মতো কেন তিনি নানা ধরনের পোশাক পরেন না—অনেক সময় এ জন্য তাঁকে কথাও শুনতে হয়
৮ / ১২
এক সাক্ষাৎ​কারে এই অভিনেত্রী বলেছেন, বাংলাকে নাকি তাঁর কাছে খুব আপন মনে হয়। বিদ্যা বলেন, ‘আমি বোধ হয় আগের জন্মে বাঙালি ছিলাম।’
৯ / ১২
‘লাগে রাহো মুন্না ভাই’, ‘ভুলভুলাইয়া’, ‘হেই বেবি’, ‘কিসমত কানেকশন’, ‘পা’ ছবিতে অভিনয় করেছেন বিদ্যা। ছবি: ইনস্টাগ্রাম
১০ / ১২
কাহানি’, ‘কাহানি টু’, ‘শাদি কি সাইড ইফেক্টস’, ‘বেগম জান’, ‘মিশন মঙ্গল’, ‘শকুন্তলা দেবী’, ‘শেরনি’ ছবিগুলো ছিল তাঁর নিজের পছন্দ করে নেওয়া চিত্রনাট্যের ছবি। ছবি: ইনস্টাগ্রাম
১১ / ১২
‘ডার্টি পিকচার’ ছবির জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান বিদ্যা। ছবি: ইনস্টাগ্রাম
১২ / ১২
বিদ্যা বালানের ক্যারিয়ারের শুরু বাংলা ছবি দিয়ে