আমির, শাহরুখের পর এবার সালমান
খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বলিউড ইন্ডাস্ট্রি। প্রতিদিন নেট দুনিয়ায় ‘বয়কট বলিউড’-এর ঝড় বইছে। আর তার প্রভাব সরাসরি গিয়ে পড়ছে বক্স অফিসে। সম্প্রতি আমির খান, অক্ষয় কুমারের মতো সুপারস্টারের ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। ইতিমধ্যে রণবীর কাপুরের ‘ব্রহ্মাস্ত্র’, শাহরুখ খানের ‘পাঠান’ ছবি বয়কটের আওয়াজ উঠেছে নেট পাড়ায়। এবার এই বয়কট মিছিলে শামিল হলো সালমান খানের নামও।
এমনিতে কোভিডের ফলে বলিউডে কোটি কোটি রুপির লোকসান হয়েছে। এবার গোদের উপর বিষফোড়ার মতো সামিল হয়েছে ‘বয়কট বলিউড’ ঝড়। সম্প্রতি এই ঝড়ে উড়ে গেছে আমিরের ‘লাল সিং চাড্ডা’, অক্ষয় কুমারের ‘রক্ষাবন্ধন’সহ আরও ছবি। তাই দুশ্চিন্তার বলিরেখা বলিউড তারকা তথা নির্মাতাদের কপালে। সম্প্রতি সালমান তাঁর বহু কাঙ্ক্ষিত ছবি ‘টাইগার থ্রি’র মুক্তির দিন ঘোষণা করেছেন। আগামী ঈদে মুক্তি পাওয়ার কথা ছবিটির। আর তার পর থেকে অত্যন্ত হিট ফ্র্যাঞ্চাইজি ‘টাইগার’-এর তৃতীয় মৌসুমকে বয়কটে সরব হয়েছে নেট জনতা।
এর আগে ‘এক থা টাইগার’ আর ‘টাইগার জিন্দা হ্যায়’ থেকে ভালো ব্যবসা হয়েছিল। সালমানের ছবি মানেই বক্স অফিসের অনেক হিসাবনিকাশ ওলট–পালট। ‘সুলতান’, ‘বজরঙ্গি ভাইজান’-এর মতো ছবিগুলো তা প্রমাণ করেছে। কিন্তু #বয়কটটাইগারথ্রি ট্রেন্ডের পর রীতিমতো উদ্বিগ্ন সালমানের ভক্তরা। নিন্দুকেরা এই বলিউড সুপারস্টারের অপরাধের এক লম্বা তালিকা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। এই তালিকায় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে চড় মারা থেকে ‘হিট অ্যান্ড রান’ মামলার নাম আছে। এমনকি সালমানের এক পুরোনো ভিডিও ভাইরাল হচ্ছে। নিন্দুকদের অভিযোগ যে এই ভিডিওতে সালমান পাকিস্তানি উগ্রপন্থীদের বাঁচানোর পক্ষে কথা বলেছেন।
নেট জনতার অভিযোগ যে বলিউড ভারতীয় সংস্কৃতির ভাবমূর্তি নষ্ট করছে। এদিকে প্রয়াত বলিউড নায়ক সুশান্ত সিং রাজপুতের ভক্তরাও ‘বয়কট বলিউড’ ট্রেন্ডে সামিল হয়েছেন। সুশান্তের ভক্তরা বলিউডের সব ছবি বয়কটের আহ্বান জানিয়েছেন। এই তালিকায় হৃতিক রোশন আর সাইফ আলী খানের ‘বিক্রম বেধা’ ছবির নামও আছে।
যশরাজ ফিল্মসের ব্যানারে ‘টাইগার থ্রি’ নির্মাণ করা হচ্ছে। এই ছবিতে সালমানের বিপরীতে আছেন ক্যাটরিনা কাইফ।
মনীশ শর্মা পরিচালিত এই অ্যাকশনধর্মী ছবিতে ইমরান হাশমিকে খলনায়কের ভূমিকায় দেখা যাবে। আগামী বছর ২১ এপ্রিল ঈদ উপলক্ষে ‘টাইগার থ্রি’ মুক্তি পাবে। এই ছবিতে ক্যামিও হিসেবে দেখা যাবে শাহরুখ খানকে। এদিকে যশরাজ ফিল্মস নিয়ে আসছে ‘পাঠান’ ছবিটিও। এই ছবিতে শাহরুখ খান ছাড়া আছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহামসহ আরও অনেকে। ‘পাঠান’ ছবিতে সালমানকে অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে। এই ছবিও আগামী বছর মুক্তি পাবে।