তিন দিনে সালমানের সিনেমার আয় কত, শাহরুখের ‘পাঠান’–এর সঙ্গে তুলনা চলে?

ঈদে সালমান খানের নতুন সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’ দেখতে সিনেমা হলে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শকেরা। চার বছর পর বড় পর্দায় ফিরে নিজের জায়গাটা ধরে রাখতে পারছেন সালমান? সিনেমাটি তিন দিনে কত আয় করল, পাঠান সিনেমার সঙ্গে তুলনা চলে? এসব প্রশ্নই ঘুরেছে দর্শকদের মুখে। সেই সমীকরণটা দেখা নেওয়া যাক।
ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, দেশ ও আন্তর্জাতিক মিলিয়ে তিন দিনে শতকোটি টাকার ব্যবসা করেছে সালমানের সিনেমাটি। সালমান খান বক্স অফিসে আরও কিছুদিন রাজত্ব চালাবেন—সেটা আগেই বোঝা গিয়েছিল। ২১ এপ্রিল মুক্তির দিনে সিনেমাটির আয় ১৭ কোটি রুপি ধারণা করা হলেও সিনেমা ১৫ কোটি রুপি আয় করে। ঈদের দিন সিনেমাটি আয় করে ২৫ দশমিক ৬১ কোটি রুপি। ঈদের দ্বিতীয় দিন গতকাল সিনেমাটির আয় ২৬ দশমিক ৬১ কোটি রুপি। সব মিলিয়ে সালমানের সিনেমাটি দেশের মধ্যে থেকে তিনি দিনে আয় করে ৬৮ দশমিক ১৭ কোটি রুপি। এই আয় আরও বাড়বে।

তবে ভাইজানের সিনেমাটির আয় কিং খানের ‘পাঠান’–এর চেয়ে তুলনামূলক অনেক কম। ‘পাঠান’ প্রথম হিন্দি সিনেমা হিসেবে রেকর্ড গড়ে। প্রথম দিনেই সিনেমাটি তুলে নেয় ৫৭ কোটি রুপি। আন্তর্জাতিক বাজারের আয় মিলিয়ে এই আয় শতকোটি ছাড়িয়ে গিয়েছিল।

‘কিসি কা ভাই কিসি কা জান’-এ সালমান খান
ছবি : সংগৃহীত

দ্বিতীয় দিনে ‘পাঠান’–এর আয় আরও বাড়ে। দেশ থেকে আয় করে ৭০ দশমিক ৫ কোটি রুপি। পরে অবশ্য সিনেমাটির আয় কমতে থাকে। তৃতীয় দিনে সিনেমাটি সব ভাষা থেকে আয় করে ৩৯ দশমিক ২৫ কোটি রুপি। সব মিলিয়ে সিনেমাটির তিন দিনে আয় ১৬৬ দশমিক ৭৫ কোটি রুপি। ‘পাঠান’–এর সঙ্গে তিন দিনের আয়ে ৯৮ দশমিক ৫৮ কোটি রুপি পিছিয়ে রয়েছে সালমানের ‘কিসি কা ভাই কিসি কি জান’।

সিনেমাটি কেমন হয়েছে? কতটা সাফল্যের মুখ দেখবেন সালমান, তা নিয়ে এসব আলোচনার মধ্যে হল থেকে বেরিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন দর্শকেরা। কেউ সিনেমাটিকে ৫–এর মধ্যে ৪, কেউ সাড়ে ৩ রেটিং দিয়েছেন। তবে দর্শকদের হতাশ করেননি সালমান খান। দর্শকেরা বলছেন, অ্যাকশন, কমেডি, ইমোশন, নাচ, গান—সবই যথাযথ ছিল।

শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমায় ক্যামিও চরিত্রে পাওয়া গেছে সালমান খানকে। এরপর নিজের সিনেমা নিয়ে ফিরলেন তিনি। বিশ্বজিৎ নামের এক দর্শক টুইটারে লিখেছেন, ‘সিনেমার গান ও বিজিএম ভালো লেগেছে। সালমানের অভিনয় সুপার। পূজা হেগড়েকে দারুণ লাগছিল। অভিনয়ও ভালো ছিল। শাহনাজ গিলের অভিনয় মনে রাখার মতো, সবাই ভালো করেছেন। ফরহাদ সামজি পরিচালক হিসেবে ভালো করেছেন।’

শাহরুখ ও দীপিকা
ছবি: ফেসবুক

আরেক সালমান–ভক্ত লিখেছেন, ‘মাত্র শেষ করলাম সিনেমা। পারিবারিক বিনোদননির্ভর গল্প। ভালো লেগেছে। সময়ের অপচয় হয়নি। আমি সাড়ে ৩ রেটিং দেব।’ সিনেমায় সালমান, পূজা হেগড়ে ছাড়া আরও আছেন ভেঙ্কটেশ, জগপতি বাবু, শেহনাজ গিল, জসসি গিল, রাঘব জুয়াল, পালক তিওয়ারিসহ নবীন আর অভিজ্ঞ অভিনেতারা।

আরও পড়ুন
আরও পড়ুন