দীপিকা বাদ, প্রভাসের বিপরীতে থাকছেন কোন নায়িকা

প্রভাস ও দীপিকা। কোলাজ

বলিউড নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গার বহুল প্রতীক্ষিত ‘স্পিরিট’ সিনেমায় অভিনয়ের কথা ছিল দীপিকা পাড়ুকোনের। সম্প্রতি পারিশ্রমিকসহ নানা বিষয়ে মতানৈক্যের কারণে সরে দাঁড়ান তিনি। এবার তাঁর পরিবর্তে নতুন মুখের ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। সিনেমাটির কেন্দ্রীয় নারী চরিত্রে দেখা যাবে তৃপ্তি দিমরিকে। এর আগে তিনি একই নির্মাতার ‘অ্যানিমেল’ ছবিতে কাজ করেছিলেন।

তৃপ্তি দিমরি। ইনস্টাগ্রাম থেকে

তৃপ্তির এই ছবিতে যুক্ত হওয়ার খবরটি ইনস্টাগ্রামে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজ। ইনস্টাগ্রামে প্রকাশিত বিবৃতিতে লেখা হয়, ‘পর্দার নতুন এক শক্তিশালী জুটির আগমন! আমাদের প্যান-ওয়ার্ল্ড সিনেমা স্পিরিট-এ তৃপ্তিকে নিতে পেরে আমরা আনন্দিত। ছবিতে আছেন প্রভাস, পরিচালনায় সন্দীপ রেডি ভাঙ্গা।’ পোস্টে আরও জানানো হয়, চলতি বছরই এর দৃশ্য ধারণ শুরু হবে।
কদিন আগেই সন্দীপ রেডি ভাঙ্গার পরিচালনা ও প্রভাসের বিপরীতে দ্বিতীয়বারের মতো দীপিকার অন্তর্ভুক্তি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছিল। কিন্তু সম্প্রতি বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে জানানো হয়, দীপিকা এই প্রকল্প থেকে সরে দাঁড়িয়েছেন। কারণ হিসেবে উল্লেখ করা হয়, পারিশ্রমিক ও শুটিং সময় নিয়ে মতানৈক্য।

আরও পড়ুন

প্রতিবেদনে বলা হয়, দীপিকা প্রতিদিন ৮ ঘণ্টার কাজের সময়, ২০ কোটি রুপি পারিশ্রমিক এবং তেলেগু ভাষায় নিজে ডাব না করার শর্ত দিয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা জানান, তিনি এখন মাতৃত্ব পুরোপুরি উপভোগ করছেন। এক পরিচালক তাঁর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু কন্যার সঙ্গে সময় কাটাতে চাওয়ায় তিনি সময় দিতে পারেননি, তখন পরিচালক বলেছিলেন, ‘ও তো মনে হচ্ছে মাতৃত্বটা খুব সিরিয়াসলি নিচ্ছে!’
বর্তমানে তৃপ্তির হাতে রয়েছে—‘ধাড়ক ২’ ও বিশাল ভরদ্বাজের নাম ঠিক না হওয়া সিনেমা। অন্যদিকে দীপিকা এখন কাজ শুরু করতে যাচ্ছেন সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ক্রাইম থ্রিলার ‘কিং’ সিনেমায়। এখানে তিনি আবারও একসঙ্গে কাজ করবেন শাহরুখ খান ও পরিচালক আনন্দের সঙ্গে, এই জুটির ‘পাঠান’ মুক্তির পর ব্যাপক ব্যবসায়িক সাফল্য পায়। ছবিতে আরও অভিনয় করছেন সুহানা খান, অভয় ভার্মা, জয়দীপ আহলাওয়াত, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রানী মুখার্জি ও অভিষেক বচ্চনের মতো তারকারা। প্রযোজনায় রয়েছে রেড চিলিস এন্টারটেইনমেন্ট।