৪০ বছর পার! অনুপম বললেন, ‘সবে শুরু’

অনুপম খের। এএনআই

তাঁর অভিনয়ে মুগ্ধ হননি, হিন্দি সিনেমার এমন দর্শক খুব কমই আছেন। এই ভারতীয় অভিনেতা ১৯৮৪ সালে মহেশ ভাটের ‘সারাংশ’ সিনেমা দিয়ে যাত্রা শুরুর পর পেরিয়ে গেছে চার দশক।

ক্যারিয়ারের চার দশক পূর্ণ হওয়া নিয়ে এক সাক্ষাৎকারে নানা প্রসঙ্গে কথা বলেছেন ৬৯ বছর বয়সী অভিনেতা। খবর হিন্দুস্তান টাইমসের

আরও পড়ুন

চার দশকের এই দীর্ঘ ক্যারিয়ারকে ‘স্বপ্নযাত্রা’ হিসেবে অভিহিত করে অনুপম বলেন, ‘এ তো সবে শুরু।’

অনুপম খের। এএনআই

বিষয়টির ব্যাখ্যাও তিনি দিয়েছেন এভাবে, ‘মানুষ সাধারণত কত বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়েছে, সেটা হিসাব করে। তবে আমার ক্ষেত্রে যেটা হয়েছে, সেটা হলো সেরা কাজগুলো আমি এখন করতে শুরু করেছি।’

চল্লিশ দশকের ক্যারিয়ারের হিন্দি সিনেমার নানা উত্থান-পতন দেখেছেন অনুপম খের। এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘শুরুর দিকে একটা প্রতিযোগিতার মধ্যে ছিলাম। বলা যায়, সেরা হওয়ার প্রতিযোগিতা। তবে এখন আর আমি কোনো দৌড়ে নেই। এখন তো অনেকে প্রতিটি ছবিতেই দেখাতে চায়, সে কতটা সেরা। এখন সবকিছুই বক্স অফিসনির্ভর হয়ে গেছে। কত কোটি আয় করল ছবি, সেটা অনেক কিছু ঠিক করে দেয়।’

গত ৪০ বছরে ৫৪১টি সিনেমায় অভিনয় করেছেন অনুপম খের। কীভাবে এতগুলো সিনেমা করা সম্ভব হলো। অভিনেতার ভাষ্যে, ‘প্রয়াত নির্মাতা মনমোহন দেশাই আমাকে বলেছিলেন, “নিজেকে ব্যস্ত রাখো, বেশি বাছবিচার করো না। নিজেকে এত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। প্রতিদিন কাজ করে যাও।” আমি সেটাই করে গেছি।’