তরুণ পরিচালক রানীর ক্যারিয়ারকে সমৃদ্ধ করেছেন

বলিউডের দুনিয়ায় একের পর এক হিট সিনেমা করে গেছেন রানী মুখার্জিকোলাজ

যশ চোপড়া, মণিরত্নম, সঞ্জয় লীলা বানসালিসহ বলিউডের নামীদামি সব পরিচালকের সঙ্গেই কমবেশি কাজ করেছেন রানী মুখার্জি। প্রতিষ্ঠিত এসব পরিচালকের পাশাপাশি ক্যারিয়ারের শুরু থেকেই নবীনদের সঙ্গে কাজ করছেন এই অভিনেত্রী। এই যেমন গত মার্চে নবাগত অসীমা ছিব্বরের পরিচালনায় ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে কাজ করলেন রানী। সম্প্রতি এই পরিচালকের প্রশংসা করে রানী বলেছেন, ‘অসীমা পরিচালিত “মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে” ছবিটি দেশ–বিদেশে প্রশংসিত হয়েছে। আমার ক্যারিয়ারে যেসব নবীন পরিচালকের সঙ্গে কাজ করেছি, তাঁদের সবার একটা বিষয়ে মিল আছে। আমি দেখেছি, নতুন পরিচালকদের সব সময় তাঁদের ছবিকে আরও ভালো থেকে আরও আরও ভালো বানানোর এক অদ্ভুত খিদে তাড়া করে। কারণ, তাঁরা তাঁদের ক্যারিয়ারের প্রথম ছবির মাধ্যমে ইন্ডাস্ট্রিতে এক স্বতন্ত্র পরিচয় গড়ে তুলতে চান।’

নবীন পরিচালকদের প্রসঙ্গে বলিউডের এই দাপুটে অভিনেত্রী আরও বলেছেন, ‘বেশ কিছু পরিচালকের অভিষেক ছবিতে আমি কাজ করেছি। সত্যি বলতে, আখেরে এতে আমারই লাভ হয়েছে।’

রানী মুখার্জি
ইনস্টাগ্রাম থেকে

রানী পরিচালক করণ জোহরের ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে কাজ করেছেন, ছবিটি সুপারহিট হয়েছিল। এ ছবি দিয়েই পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন করণ। এ ছাড়া তিনি সাদ আলীর প্রথম ছবি ‘সাথিয়া’, গোপী পুথরণের ‘মর্দানি টু’ ছবিতে অভিনয় করেছেন।

রানী মনে করেন, প্রাণশক্তিতে ভরপুর এসব তরুণ পরিচালক তাঁর ক্যারিয়ারকে সমৃদ্ধ করেছেন।

রানী মুখার্জি
ইনস্টাগ্রাম থেকে

তিনি বলেছেন, ‘আমার ক্যারিয়ারে নবীন পরিচালকদের তালিকা দেখলে বুঝবেন যে তাঁরা আমার অভিনয়জীবনকে সুন্দর একটা আকার দিয়েছেন। আমি আমার ফিল্মি ভ্রমণ থেকে যে ভালোবাসা পেয়েছি, তাতে এসব পরিচালকের অবদান আছে। আমিও সেসব চরিত্রে নিজেকে সম্পূর্ণভাবে নিংড়ে দিয়েছি। সব সময় নতুন নতুন পরিচালকের সঙ্গে আমি কাজ করতে প্রস্তুত। আগামী দিনেও করব।’

রানী মুখার্জি
ইনস্টাগ্রাম থেকে