শাহরুখের পাশে এই কিশোর আজকের বলিউড তারকা, চিনতে পেরেছেন?
গত কয়েক দিন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এ ছবি। বলিউড সুপারস্টার শাহরুখের পাশে দাঁড়িয়ে দুই কিশোরসহ বেশ কয়েকজন। অনেকে ছবিটি শেয়ার করে প্রশ্ন করেছেন, শাহরুখের পাশের যে ছেলেটি, তাকে চেনেন? অনেকে মন্তব্যের ঘরে সঠিক নাম লিখেছেন। অনেকে আবার ভুল ধারণা করেছেন। একটু নজর দিয়ে দেখলেই বোঝা যাবে, আসলেই তিনি কে।
ছবিতে শাহরুখ খানকে দেখলে সহজে বোঝা যায়, তখন শাহরুখ ছিলেন ‘অশোকা’ ছবির শুটিং সেটে। শুটিংয়ের ফাঁকে এ ছবি তোলা। সেই সময় ‘অশোকা’র শুটিং দেখতে আসা সেই কিশোর আর কেউ নন, বর্তমান বলিউড তারকা ভিকি কৌশল। ক্যাটরিনা কাইফের স্বামী। জানা গেছে, এ ছবি ২১ বছর আগের। ভিকি তখন ক্লাস এইটে পড়া কিশোর। আর শাহরুখ খান সে সময়ের তুমুল জনপ্রিয় তারকা। বলিউডের সবচেয়ে দাপুটে অভিনেতা।
পুরোনো এ ছবি ভাইরাল হওয়ার একমাত্র কারণ ভিকিই। ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করেছেন ভিকির বাবা শ্যাম কৌশল।
ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘সবই স্রষ্টার দয়া। ছবিটি ২০০১ সালে তোলা হয়েছিল, তখন বিষ্ণু বর্ধন ছিল সহকারী পরিচালক আর ভিকি অষ্টম শ্রেণির ছাত্র। তখন কেউ জানত না যে ভিকি চলচ্চিত্র–দুনিয়ার বাসিন্দা হবে। আজ সে এক প্রতিষ্ঠিত অভিনেতা। সেরা অভিনেতার পুরস্কার তার ঝুলিতে। আর বিষ্ণু বর্ধন বলিউড–দুনিয়ার এক বিরাট বড় নাম। “শেরশাহ” ছবির জন্য পেয়েছে একাধিক পুরস্কার। এই ছবি যেদিন তোলা হয়েছিল, সেদিনই হয়তো এই দুজনের ভাগ্য একসুতোয় বাঁধা পড়েছিল। আর তারই ফল পাওয়া গেল ২১ বছর পরে এসে।’ এ ছবির মন্তব্যে অনেকেই লিখেছেন, ‘এই ছবিতে ভিকিকে দেখে মোটেই চেনা যাচ্ছে না। মনে হচ্ছে, একেবারে অন্য কেউ।’ কেউ আবার বলেছেন, ছবিটি দেখে তাঁরা অনেকেই নস্টালজিক হয়ে পড়েছেন; কারণ, এটি ফিরিয়ে নিয়ে গিয়েছে তাঁদের অনেকের পুরোনো দিনে।
সেদিনের ভিকি কি জানতেন, একদিন তিনিও হবেন বলিউড–দুনিয়ার উজ্জ্বল তারকা? চেষ্টা চালিয়েছিলেন প্রতিনিয়ত। একটা সময় হাল ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন।
কিন্তু তাঁর অনুপ্রেরণা তাঁর মা, অদম্য সাহস জুগিয়ে আজ তাঁকে এগিয়ে দিয়েছেন। শাহরুখের পাশে দাঁড়ানো সেই ছেলে আজকের সুপারস্টার। বলিউডে একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন ভিকি। তাঁর বলিউডযাত্রা শুরু হয়েছিল সহকারী পরিচালক হিসেবে। অনুরাগ কশ্যপের ক্রাইম থ্রিলার ‘গ্যাংস অব ওয়াসিপুর’-এ তাঁর সহকারী হিসেবে কাজ করেন ভিকি। তার আগে অবশ্য পড়াশোনা শেষও করেন তিনি।
ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন নিয়ে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাস ভিকি। ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবির পর তাঁর জীবনের গতিপথ পাল্টে যায়। ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পায়। এর সঙ্গে জনপ্রিয় হয়ে ওঠেন ভিকি কৌশলও। আর এই ছবির সাফল্য প্রভাব ফেলে ভিকি কৌশলের পারিশ্রমিকেও। শোনা যায়, বর্তমানে একেকটি ছবিতে অভিনয়ের জন্য সাত থেকে আট কোটি টাকা পারিশ্রমিক নেন ভিকি। ‘সর্দার উধাম’ তাঁর সর্বশেষ আলোচিত ছবি।