১৪ ঘণ্টা ধরে অস্ত্রোপচার, এখন কেমন আছেন দীপিকা কক্কর

দীপিকা কক্কর। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

দ্বিতীয় পর্যায়ের লিভার ক্যানসারে আক্রান্ত ভারতীয় টিভি অভিনেত্রী দীপিকা কক্কর। দীর্ঘ অস্ত্রোপচারের পর অভিনেত্রীর শারীরিক অবস্থার কথা জানিয়েছেন তাঁর স্বামী শোয়েব ইব্রাহিম। দীর্ঘ ১৪ ঘণ্টা ধরে এই অস্ত্রোপচার হয় দীপিকার।

স্ত্রীর খবর জানিয়ে গতকাল শুক্রবার রাতে নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন শোয়েব। তিনি লিখেছেন, ‘আগামীকাল (আজ) ঈদুল আজহা, আর আজ এমন একটি শুভদিনে দীপিকা আইসিইউ থেকে বেরিয়ে এসেছে। আমি সত্যিই কৃতজ্ঞ যে ও আইসিইউ থেকে বেরিয়ে এসেছে এবং আমাদের সঙ্গে আছে। ও তিন দিনের জন্য আইসিইউতে ছিল এবং অস্ত্রোপচারের পরে সুস্থ হয়ে উঠছে। সন্ধ্যায় (শুক্রবার) চিকিৎসকেরা তাকে রুমে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন। বড় অপারেশন ছিল, তাই ১৪ ঘণ্টা ওটিতে ছিল সে।’

দীপিকা কক্কর। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

নিজের পোস্টে শোয়েব আরও লিখেছেন, ‘আমরা সবাই নার্ভাস ছিলাম। কারণ, চিকিৎসেরা বলেছিলেন যে এটা একটি দীর্ঘ অস্ত্রোপচার হবে। ওটি থেকে বের করা হয় দীপিকাকে। এরপর আইসিইউতে স্থানান্তরের সময় আমি ওর সঙ্গে দেখা করি। সন্ধ্যা ছয়টা থেকে সাতটা নাগাদ আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়েছিলাম। কারণ, ওটি থেকে কোনো আপডেট আসছিল না। আর এর আগে আমরা এমন গুরুতর অস্ত্রোপচার কখনো দেখিনি। সৌভাগ্যক্রমে চিকিৎসক আমাকে আশ্বস্ত করেছিলেন, তাঁরা যদি কোনো আপডেট না দেন, তার অর্থ হলো অস্ত্রোপচার ভালো চলছে এবং তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।’

আরও পড়ুন

শোয়েব জানান, দীপিকার পিত্তথলিতেও একটি পাথর ছিল, যা অস্ত্রোপচারের সময় চিকিৎসকেরা অপসারণ করেন।