সাত মিনিটের চরিত্র করে ক্যারিয়ার বদলে গিয়েছিল এই নায়িকার

গত বছরটা দারুণ কাটিয়েছেন তাপসী পান্নু। অভিনেত্রী, প্রযোজক হিসেবে সফল বছর কাটানোর পর তাপসীকে নিয়ে প্রচ্ছদ করেছে চলচ্চিত্রবিষয়ক সাময়িকী ফিল্মফেয়ার। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক সেই সাক্ষাৎকারের চুম্বক অংশ।
১ / ১০
গত বছর নারীদের রোড অ্যাডভেঞ্চার সিনেমা ‘ধক ধক’ মুক্তির পর প্রশংসিত হয়েছিল। রত্না পাঠক, দিয়া মির্জা, ফাতিমা সানা শেখ, সঞ্জনা সাংঘি ছবিটিতে অভিনয় করেছেন। তবে তাপসী সিনেমাটিতে ছিলেন অন্যতম প্রযোজকের ভূমিকায়। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
২ / ১০
তাপসী বছরটা শেষ করেছেন ‘ডানকি’ সিনেমা দিয়ে। রাজকুমার হিরানি পরিচালিত এ সিনেমায় প্রথমবার শাহরুখ খানের বিপরীতে জুটি বাঁধেন অভিনেত্রী। মুক্তির পর বক্স অফিসে ভালো ব্যবসা করে ছবিটি। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে( ফিল্মফেয়ার)
৩ / ১০
প্রযোজক হিসেবে সাফল্য নিয়ে তাপসী ফিল্মফেয়ারকে বলেন, ‘কেবল নারীদের নিয়ে সিনেমা করছি, এটা অনেকে মানতে পারেনি। অনেকেই জানতে চেয়েছে, নায়ক কে?’ ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
৪ / ১০
নারীকেন্দ্রিক ছবি দিয়ে প্রযোজনায় নাম লেখালেন তাপসী। তাঁকে পর্দায় বেশির ভাগ সময় এ ধরনের সিনেমায় দেখা যায়। তাপসী বলেন, বেশির ভাগ প্রযোজক তাঁকে নারীকেন্দ্রিক সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেন।
৫ / ১০
তিনি বলেন, ‘আমি বরাবারই বৈচিত্র্যের খোঁজে থাকি। তবে সব সময় ব্যাটে বলে হয় না। কেবল “মাসালা” সিনেমায় অভিনয় করব বলেও “জুড়ুয়া”য় অভিনয় করেছিলাম।’ ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৬ / ১০
চলতি বছর তাপসীকে বেশ কয়েকটি সিনেমায় দেখা যাবে। এর মধ্যে অবশ্যই আছে ‘ফির আয়ি হাসিন দিলরুবা’।
৭ / ১০
২০২১ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় ওয়েব ফিল্মটির সিকুয়েল এটি। এর মধ্যেই সিনেমাটির লুকে আবেদনময়ী রূপে দেখা গেছে তাসপসীকে। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৮ / ১০
তাপসী মনে করেন, ‘বেবি’ সিনেমা তাঁর ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। ছবিটিতে তাঁর চরিত্রের দৈর্ঘ্য ছিল মাত্র সাত মিনিট। কিন্তু এ চরিত্রে সাফল্য থাকে ‘বেবি’র স্পিন–অফ সিনেমা ‘নাম শাবানা’য় সুযোগ করে দেয়। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে (ফিল্ম ফেয়ার)
৯ / ১০
তাপসী পান্নু। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
১০ / ১০
তাপসী পান্নু। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে