রাশমিকা–ধানুশ, পারিশ্রমিকে আকাশ–পাতাল ব্যবধান

রাশমিকা ও ধানুশ। কোলাজ

গত শুক্রবার বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘কুবের’ ছবিটি। ধানুশ, নাগার্জুন অভিনীত ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করছে। এই ছবিতে একসঙ্গে জুটি বেঁধে এসেছেন ধানুশ আর রাশমিকা। ‘কুবের’ ছবিতে ধানুশকে এক ব্যতিক্রমী চরিত্রে দেখা গেছে। এই অ্যাকশন-থ্রিলার ড্রামাধর্মী ছবিতে ধানুশের অভিনয় দারুণ প্রশংসিত হচ্ছে।
ছবিতে নাগার্জুনকে স্বমহিমায় দেখা গেছে। জানা গেছে, এই প্যান ইন্ডিয়া ছবির বাজেট ১২০ কোটি রুপি। এবার জানা যাক ধানুশ, নাগার্জুন, রাশমিকা ছবিতে অভিনয়ের জন্য কত পারিশ্রমিক নিয়েছেন। আর এই দৌড়ে কে এগিয়ে আছেন, তা-ও জেনে নেওয়া যাক।

‘কুবের’ ধানুশের ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল ছবিগুলোর মধ্যে একটি। আর এই ছবির জন্য তিনি মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন বলে খবর। ছবিতে দেবা চরিত্রের জন্য এই দক্ষিণি তারকা ৩০ কোটি রুপি নিয়েছেন

‘কুবের’ সিনেমার টিম। এএফপি

নাগার্জুনকে ছবিতে সাবেক সিবিআই অফিসার দীপক তেজের ভূমিকায় দেখা গেছে। জানা গেছে, নাগার্জুন নিয়েছেন ১৪ কোটি রুপি। আর রাশমিকা সমীরার চরিত্রের জন্য নিয়েছেন মাত্র ৪ কোটি রুপি। প্যান ইন্ডিয়া নায়িকা হিসেবে রাশমিকার পারিশ্রমিকের অঙ্ক অনেকটাই কমে গেছে।

বিভিন্ন রিপোর্ট অনুযায়ী খবর ছিল যে ‘পুষ্পা ২’-এর জন্য এই দক্ষিণি নায়িকা ১০ কোটি রুপি নিয়েছিলেন। আর এই ছবির দুরন্ত সফলতার পর তিনি নাকি তাঁর পারিশ্রমিক একলাফে অনেকটাই বাড়িয়ে দিয়েছেন। কিন্তু আদপে তা হয়নি। জানা গেছে যে ‘ছাবা’ ছবির জন্য রাশমিকা নিয়েছিলেন ৪ কোটি আর সালমান খানের ‘সিকান্দার’-এর জন্য ৫ কোটি রুপি।

আরও পড়ুন

‘পুষ্পা ২’-এর থেকে রাশমিকার পারিশ্রমিক প্রায় ৬০ শতাংশ কমে গেছে। ‘কুবের’ ছবিটি তামিল, তেলেগু ছাড়া হিন্দিতে মুক্তি পেয়েছে। শেখর কাম্মুলা পরিচালিত ছবিটি ইতিমধ্যে ৫০ কোটির ক্লাবে প্রবেশ করে ফেলেছে।

‘কুবের’ সিনেমার গানের দৃশ্য। এক্স থেকে