মালয়ালম থ্রিলার সিনেমার জয়জয়কার কেন

‘রেখাচিত্রম’ সিনেমার পোস্টার থেকে। আইএমডিবি

২০২৫ সালে এসে মালয়ালম ইন্ডাস্ট্রি বেশ কিছু হিট থ্রিলার সিনেমা দর্শকদের উপহার দিয়েছে। ‘রেখাচিত্রম’ ও ‘অফিসার অন ডিউটি’ সিনেমার অসাধারণ গল্প বলা আর মনকাড়া অভিনয় দর্শকের মনে দাগ কেটেছে। বছরের শুরুর মাসের মালয়ালম হিট সিনেমা ‘রেখাচিত্রম’-এর পরিচালক জোফিন টি চাকো। অভিনেতা আসিফ আলী সিনেমাটি দিয়ে প্রশংসায় ভাসছেন এবং তাঁর ক্যারিয়ারের পুনরুত্থান ঘটেছে বলা যেতে পারে। অন্যদিকে ‘অফিসার অন ডিউটি’র সম্পাদনা দর্শকদের আকৃষ্ট করার ক্ষেত্রে বিশেষভাবে ভূমিকা পালন করেছে।

প্রশ্ন হলো, কেন মালয়ালম ক্রাইম থ্রিলার সিনেমা অনন্য হয়ে উঠছে? কীভাবে বক্স অফিসে দাপট দেখাতে সক্ষম হচ্ছে? এর উত্তর হতে পারে, বাস্তবতা আর আবেগের গভীরতা।

সম্প্রতি একটি প্রচারণামূলক অনুষ্ঠানে উপস্থিত হয়ে মালয়ালম থ্রিলার সিনেমা নিয়ে কথা বলেছেন ‘আইডেনটিটি’র মতো ২০২৫-এর আরেকটি হিট থ্রিলার সিনেমার অভিনেতা টোভিনো থমাস। তিনি বলেন, ‘সিনেমার শেষ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে বাধ্য করবে একটি ভালো থ্রিলার সিনেমা। ২০২৫-এ এসে মালয়ালম ইন্ডাস্ট্রি সেটা ভালোভাবে প্রদর্শন করতে পারছে। গল্পের বাঁকে বাঁকে আপনাকে আটকে রাখার মতো দারুণ সব গল্প বলছে।’

‘অফিসার অন ডিউটি’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

এ সময় থমাস সিনেমাগুলোর লেখকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘মলিউড (মালয়ালম সিনেমা ইন্ডাস্ট্রির নাম) আক্ষরিক অর্থেই থ্রিলার গল্প বলার শিল্পে দক্ষতা অর্জন করেছে। আমি লেখকদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। কারণ, তাঁরা জানেন, কীভাবে একটি ভালো চিত্রনাট্য দিয়ে দর্শকদের আঁকড়ে ধরে রাখতে হয়।’
২০২৫ সালে এসে এই সত্য প্রতিফলিত হয়েছে যে মলিউড হচ্ছে ক্রাইম থ্রিলারের অন্যতম কেন্দ্রস্থল। এ বছর ‘রেখাচিত্রম’, ‘অফিসার অন ডিউটি’, ‘আইডেন্টিটি’, ‘সূক্ষ্মদর্শিনী’, ‘আনন্দ শ্রীবালা’র মতো সিনেমা মলিউড থেকে তৈরি হয়েছে।

সিনেমাগুলো মলিউডের একটি বৃহত্তর প্রবণতাকে প্রতিফলিত করেছে। কেমন সেটা? তা হলো অসাধারণ গল্পের প্লট, দুর্দান্ত অভিনয়, সাসপেন্সনির্ভর গল্প বলা। এগুলোর ওপরই জোর দেন প্রযোজক-পরিচালকেরা।
এ বছরের থ্রিলার সিনেমাগুলো বক্স অফিসে শুধু দাপটই দেখায়নি, পাশাপাশি বাস্তবতা, আবেগের গভীরতা আর চরম নাটকীয়তার (যা দর্শককে আটকে রাখতে সক্ষম) মাধ্যমে বর্তমান প্রজন্মকে আকৃষ্ট করতে সক্ষম হয়েছে।

সাসপেন্স আর বাস্তবতার প্রতি দর্শকের আগ্রহ
সিনেমায় দর্শক দুর্দান্ত সাসপেন্স পছন্দ করেন, যা তাঁকে শেষ পর্যন্ত আটকে রাখে। এ ক্ষেত্রে ভাষা কোনো বাধা নয়। ‘রেখাচিত্রম’, ‘অফিসার অন ডিউটি’ দর্শকদের কাহিনির সঙ্গে গভীরভাবে যুক্ত করতে সক্ষম হয়েছে। আশির দশকের মালয়ালম সিনেমা, এক তরুণীর স্বপ্নভঙ্গের সঙ্গে যে বুদ্ধিদীপ্ত মার্ডার মিস্ট্রি বানিয়েছেন জোফিন টি চাকো, তা শুধু কেরালাতেই আয় করেছে ২৬ দশমিক ৮৫ কোটি রুপি।

জিতু আশরাফের প্রথম সিনেমা ‘অফিসার অন ডিউটি’র গল্প পুলিশ কর্মকর্তা হরিশঙ্করকে ঘিরে। নিম্ন পদায়ন পাওয়া বড্ড বদমেজাজি এই কর্মকর্তা কীভাবে নিজের রাগ নিয়ন্ত্রণ করে সফলভাবে তদন্ত শেষ করে নিজের হারানো সুনাম ফিরে পান, তা নিয়েই সিনেমাটির গল্প। ১২ কোটি রুপি বাজেটের সিনেমাটি ৫০ কোটি রুপির বেশি আয় করেছে।

‘আইডেন্টিটি’ সিনেমার পোস্টার থেকে। আইএমডিবি

অন্যদিকে ‘আইডেন্টিটি’তে টোভিনো থমাস একজন তদন্ত কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন, যিনি জটিল অপরাধের তদন্তে ডুবে যান। আর ‘সূক্ষ্মদর্শিনী’ ধীরগতির থ্রিলার অভিজ্ঞতা দেয় দর্শককে। জানুয়ারিতে মুক্তি পাওয়া মিস্ট্রি থ্রিলার ‘আনন্দ শ্রীবালা’ জীবনের জটিলতার কাহিনির জন্য প্রশংসিত হয়েছে।
এসব সিনেমা বাস্তব জীবনের জটিলতা, আবেগের গভীরতা আর চরম নাটকীয়তার প্রতিফলন যথাযথভাবে ঘটাতে পেরেছে এবং দর্শক এর সঙ্গে একীভূত হয়েছেন।

দর্শকের চাহিদাকে প্রাধান্য দেওয়া

‘রেখাচিত্রম’-এর সাফল্যের পর অভিনেতা আসিফ আলী একটি অনুষ্ঠানে এসে নিজের অনুভূতি প্রকাশ করেন। তিনি বলেন, ‘যখন জানতে পারলাম যে ২০২৫-এর জানুয়ারিতে মুক্তি পাওয়া সব সিনেমার মধ্যে “রেখাচিত্রম” ছিল অন্যতম সফল উদ্যোগ, তখন আমাকে স্বীকার করতেই হবে যে আমি এমন একটি মুহূর্তের স্বপ্নই দেখছিলাম।’

আরও পড়ুন

আমরা জানি যে আসিফ আলীর ক্যারিয়ার পড়তির দিকে চলে গিয়েছিল। এই অভিনেতা ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর দিশা খুঁজছিলেন। থ্রিলার সিনেমা ‘কুম্যান’, ‘লেভেল ক্রস’, ‘রেখাচিত্রম’, ‘কিষ্কিন্ধা কাগুম’-এর হাত ধরে ধারাবাহিকভাবে সফলতা পাওয়ার পর এই অভিনেতা উপলব্ধি করতে পেরেছেন, দর্শকের চাহিদাকে প্রাধান্য দিতে হবে। তাহলে সফলতা অনিবার্য।

নেপথ্যের নায়ক সম্পাদনা
সাম্প্রতিক সুপারহিট মালয়ালম থ্রিলার সিনেমাগুলোর বেশির ভাগের মধ্যে একটি বিষয় খুব লক্ষণীয়। তা হলো, অসাধারণ সম্পাদনা। কানচাকো বোবানের ‘অফিসার অন ডিউটি’ এর অন্যতম উদাহরণ। অসাধারণ অভিনয় আর পরিচালনার পাশাপাশি চমন চাকোর সম্পাদনা অবশ্যই বাহবা পাওয়ার যোগ্য। ‘কিষ্কিন্ধা কাণ্ডম’, ‘সূক্ষ্মদর্শিনী’সহ আরও বেশ কিছু সিনেমায় বিষয়টি বিশেষভাবে লক্ষণীয়।

‘কিষ্কিন্ধা কাণ্ডম’-এর দৃশ্য। আইএমডিবি

কনটেন্টকে গুরুত্ব দেওয়া
গত বছর মুক্তি পাওয়া ‘ভারশানগালক্কু শিশাম’ সিনেমার অভিনেতা কালেশ রামানন্দ বলেন, ‘মালয়ালম দর্শক ভালো কনটেন্ট দেখতে ভালোবাসেন। এটা হুট করে হয়নি। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। কোনো সাধারণ গল্পও যদি নতুনভাবে উপস্থাপন করা যায়, তাহলেও সেটি আমাদের দর্শক গ্রহণ করেন।’

আরও পড়ুন

নিজের অভিনীত ‘ভারশানগালক্কু শিশাম’ আর ফাহাদ ফাসিলের ‘আভেশাম’-এর কথা তুলে ধরে রামানন্দ বলেন, ‘একটি যদি হয় থ্রিলার, অন্যটি ধীরগতির আবেগ ছুঁয়ে যাওয়া গল্প। দর্শক দুটিই গ্রহণ করেছেন। “ভারশানগালক্কু শিশাম” ছিল পারিবারিক দর্শকদের জন্য এবং সিনেমাটি সেই লক্ষ্যে পৌঁছাতে পেরেছে। অন্যদিকে “আভেশাম” সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে তরুণদের কাছে পৌঁছে গেছে।’

অভিনয় ও পরিচালনা
২০২৫ সালের মালয়ালম থ্রিলার সিনেমাগুলোর সাফল্যের পেছনে রয়েছে শক্তিশালী অভিনয় এবং পরিচালকের উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি। ‘রেখাচিত্রম’-এ একজন সাসপেন্ড হওয়া পুলিশ কর্মকর্তা চরিত্রে আসিফ আলী এবং ‘অফিসার অন ডিউটি’-তে বদমেজাজি পুলিশ কর্মকর্তা চরিত্রে কানচাকো বোবান যে ঐকান্তিক প্রচেষ্টা দেখিয়েছেন, তা দর্শকমহলে প্রশংসিত হয়েছে। সেই সঙ্গে পরিচালকের ভূমিকাও এখানে গুরুত্বপূর্ণ। কারণ, তিনি অভিনয়শিল্পীদের পুরোটা নিংড়ে বের করে আনতে পেরেছেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া