একের পর এক ছবি ফ্লপ, পারিশ্রমিক কমাতে বাধ্য হলেন এই বলিউড অভিনেতা

আয়ুষ্মান খুরানাছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

২০১৭ থেকে ২০১৯—স্বপ্নের মতো তিনটি বছর কাটিয়েছেন। উপহার দিয়েছেন ‘বেরেলি কি বরফি’, ‘আন্ধাধুন’, ‘বাধাই হো’, ‘ড্রিম গার্ল’, ‘বালা’র মতো একের পর এক হিট ছবি। টানা ছবি হিট, স্বভাবতই নিজের পারিশ্রমিক বাড়িয়েছিলেন আয়ুষ্মান খুরানা। অভিনেতা দ্বিগুণ পারিশ্রমিক বাড়িয়েছেন, সে সময় এমন খবরও রটে। তবে দ্রুতই মুদ্রার উল্টো পিঠও দেখতে হলে আয়ুষ্মানকে। পরপর ছবি ফ্লপ হওয়ায় নিজের পারিশ্রমিক কমাতে বাধ্য হয়েছেন তিনি।

কোভিডের পর থেকেই বক্স অফিসে আয়ুষ্মানের ছবি সেভাবে ব্যবসা করতে পারছে না। ‘চণ্ডীগড় করে আশিকী’ থেকে চলতি বছর মুক্তি পাওয়া ‘অনেক’ ততটা চলেনি। ফল, পারিশ্রমিকও কমাতে হয়েছে অভিনেতাকে।

আয়ুষ্মান খুরানা

ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা জানিয়েছে, একসময় আয়ুষ্মানের পারিশ্রমিক ছিল ২৫ কোটি রুপি। কিন্তু অবস্থা বিবেচনায় এখন মাত্র ১৫ কোটি হলেই রাজি হয়ে যাচ্ছেন অভিনেতা।

আয়ুষ্মান খুরানা

আয়ুষ্মান জনপ্রিয় সোশ্যাল কমেডিধর্মী ছবির জন্য। কিন্তু গত কয়েক বছরে ‘গুলাবো সিতাবো’, ‘অনেক’-এর মতো নিরীক্ষাধর্মী ছবিতে অভিনয় করেন তিনি। ছবিগুলোর ব্যর্থতায় আবার নিজের ‘চেনা দুনিয়ায়’ ফেরত যাচ্ছেন আয়ুষ্মান। তাতে যে তিনি সফল হবেন, এমন ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। আগামী ১৪ অক্টোবর মুক্তি পাবে আয়ুষ্মানের নতুন ছবি ‘ডক্টর জি’।

মেডিকেল কমেডিধর্মী ছবির ট্রেলার মুক্তির পর থেকেই নেট দুনিয়ায় ঝড় তুলেছে। অভিনেতার ভক্তরা আশা করছেন, এই ছবি দিয়েই পুরোনো ফর্মে ফিরবেন তাঁদের প্রিয় অভিনেতা। অনুভূতি কাশ্যপ পরিচালিত ছবিটিতে আয়ুষ্মান ছাড়া আরও আছেন রাকুলপ্রীত সিং, শেফালি শাহ প্রমুখ।

গানেও নিজের ক্যারিয়ার গড়তে পারতেন আয়ুষ্মান খুরানা। অভিষেক ছবি ‘ভিকি ডোনার’–এ গান গেয়েছিলেন আয়ুষ্মান খুরানা।
সংগৃহীত

টানা ব্যর্থতায় কেবল আয়ুষ্মানই নন, অক্ষয় কুমার, জন আব্রাহাম, শহিদ কাপুরসহ অনেক বলিউড অভিনেতাই পারিশ্রমিক কমিয়েছেন।