শাহরুখ খানের প্রাণের ঝুঁকি, বিশেষ নিরাপত্তাব্যবস্থা ভারত সরকারের

‘জওয়ান’–এ শাহরুখ খান। টুইটার থেকে

চলতি বছরের শুরু থেকে শুধুই সাফল্য শাহরুখ খানের ঝুলিতে। ‘পাঠান’ ছবির পর ‘জওয়ান’-এর মতো ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন তিনি। নতুন খবর, ‘কিং খান’-এর নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছে। ফলে তাঁর জন্য ওয়াই প্লাস নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

শাহরুখ খানের আশপাশে এবার থেকে বডিগার্ড হিসেবে ছয়জন পুলিশ কমান্ডো থাকবেন। ভারতের যেখানেই যাবেন, অভিনেতাকে সুরক্ষা দেওয়া হবে। তাঁদের সঙ্গে থাকবে এমপি ফাইভ মেশিনগান, একে ৪৭ অ্যাসল্ট রাইফেল, গ্লাঙ্ক পিস্তল।

‘জওয়ান’ ছবির সাফল্য উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। এএনআই

শাহরুখ খানের বাংলো মান্নাতের বাইরে চারজন পুলিশ কর্মী সব সময় মোতায়েন থাকবেন।

এ ছাড়া শাহরুখ নিজেই নিজের জন্য নিরাপত্তাব্যবস্থা আরও মজবুত করতে পারেন।

কিন্তু বিশেষ অস্ত্রশস্ত্রের অনুমতি তিনি পাবেন না। তবে এই সুরক্ষা ব্যবস্থার সব খরচ বহন করবেন শাহরুখ নিজে।

আরও পড়ুন

স্পেশাল আইজিপি তথা ভিআইপি সিকিউরিটি দিলীপ সাওয়ান্ত জানিয়েছেন, ‘চলচ্চিত্র তারকা শাহরুখ খানের বিপদের কথা মাথায় রেখে সব ইউনিটের কমান্ডারদের আমি অনুরোধ জানিয়েছি, তাঁকে এসকর্ট স্কেলের সঙ্গে ওয়াই প্লাস সুরক্ষা যেন দেওয়া হয়।’

‘জওয়ান’ ভারতজুড়ে ৬০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে। সারা দুনিয়া থেকে আয় করেছে ১ হাজার ১০৩ কোটির বেশি।

২০২২ সালের নভেম্বরে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার হত্যার মূল অভিযুক্ত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। এই গ্যাংস্টার বলিউড সুপারস্টার সালমান খানকে হত্যার হুমকি দিয়েছিলেন। এর পর থেকে ভাইজানের সুরক্ষা ব্যবস্থা এক্স থেকে ওয়াই প্লাস করা হয়েছে।