default-image

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আগুন লাগার পর ‘অ্যানিমেল’–এর সেট ভেঙে গেছে। এই সেটের খুব কাছেই চলছিল রাজঋষি প্রযোজনা সংস্থার আরেকটি ছবির শুটিং। যে ছবি দিয়ে সানি দেওলের ছোট ছেলে রাজবীরের অভিষেক হওয়ার কথা। আগুন লাগার পরপরই সে ছবির শুটিং মাঝপথে বন্ধ করে দেওয়া হয়।

default-image

সামাজিক যোগাযোগমাধ্যমে পাপারাজ্জিদের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, আগুন লাগার পর চিত্রকূট মাঠের চারপাশ ধোঁয়াচ্ছন্ন হয়ে যায়। ঘটনার এক প্রতক্ষ্যদর্শী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শুটিং সেটের কাছে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত, যা পরে শুটিংস্থলে ছড়িয়ে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ করছিল। ‘অ্যানিমেল’–এর শুটিং সেটের আশপাশেই আছে যশ রাজ, ফান সিনেমাস, বালাজিসহ বেশ কিছু প্রযোজনা সংস্থার কয়েকটি স্টুডিও।

default-image

দক্ষিণ ভারতের আলোচিত–সমালোচিত পরিচালক সন্দীপ রড্ডি ভাঙার ‘অ্যানিমেল’–এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর। এ ছাড়া ছবিটিতে আছেন রাশমিকা মান্দানাও।

বলিউড থেকে আরও পড়ুন
মন্তব্য করুন