আমির, রণবীর, করণ—সবাইকে একহাত নিলেন এই বলিউড নির্মাতা
চলতি বছর ‘দ্য কাশ্মীর ফাইলস’ বানিয়ে আলোচিত–সমালোচিত নির্মাতা বিবেক অগ্নিহোত্রী এবার আমির খানের কড়া সমালোচনা করলেন। ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতাকে কেন্দ্র করে আমিরকে রীতিমতো ধুয়ে দিলেন এই বলিউড নির্মাতা। কেবল আমির নন, রণবীর সিং, করণ জোহর থেকে অয়ন মুখার্জি—কে বাদ যাননি। কুশল মেহরার পডকাস্টে হাজির হয়ে বলিউড তারকাদের সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেন বিবেক।
আলাপচারিতার শুরুতেই আসে বক্স অফিসে ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতা প্রসঙ্গ। এ নিয়ে মন্তব্য করতে গিয়ে বিবেক বলেন, ‘অনেকেই বলছেন, ভক্তরা ছবিটি ডুবিয়েছেন। আপনি কি জানেন, নরেন্দ্র মোদি কত ভোট পেয়েছিলেন? ৪০ শতাংশ। ধরে নেওয়া যাক, ৪০ থেকে ৫০ শতাংশ দর্শক ছবিটি বর্জন করেছেন। বাকি ৫০ শতাংশ দর্শক কোথায় গেলেন? সবচেয়ে খারাপ অবস্থাতেও আপনার নিজের কিছু ভক্ত থাকবেন। তা যদি না থাকে, বুঝতে হবে আপনার সবকিছুই বানোয়াট ও প্রতারণা। তাহলে আপনি ১৫০ থেকে ২০০ কোটি পারিশ্রমিক নিয়ে মানুষকে বোকা বানাচ্ছেন কেন। এবার ছবিটি নিয়ে যে বিক্ষোভ হয়েছে, সেটা তো সহিংস ছিল না। যেটা “দঙ্গল” ও “পদ্মাবত”-এর সময় ছিল। মানুষ তো তখন প্রদর্শনী বন্ধ করে দিয়েছে। তারপরও সেসব ছবি সুপারডুপার হিট হয়েছে। কারণ “দঙ্গল”–এ তাঁর (আমির খান) আন্তরিকতা ছিল। কেউ কী বলতে পারবেন, “লাল সিং চাড্ডা”র জন্য তিনি কী করেছেন? কেউ জানে না।’ ছবিতে অভিনেতা হিসেবে আমির নিজের কোনো ছাপ রাখতে পারেননি বলেও মন্তব্য করেন বিবেক।
এখানেই বিবেকের ‘বাক্যবাণ’ শেষ হয়নি। রণবীর সিংকে ‘তথাকথিত নাম্বার ওয়ান স্টার’ বলে অভিহিত করে ধুয়ে দেন তাঁকেও। বিবেক বলেন, ‘রণবীর সিং হলো তথাকথিত সেরা তারকা। মানুষ তাঁর প্রশংসা করতে ক্লান্তও হয় না। তাঁর ছবি “জয়েশভাই জোয়ার্দার”-এর বিষয়বস্তু দারুণ ছিল, মেয়েশিশুকে হত্যা বন্ধ করো। কিন্তু তিনি ছবির প্রচার করলেন কীভাবে? জামা খুলে ২৫ নারীর সঙ্গে নেচে। প্রচারে আবেদনময়ী নাচ দেখে কেউ জানতেই পারল না এটি ভ্রূণহত্যাবিরোধী সিনেমা। কেন মানুষ সিনেমাটি দেখতে যাবে?’
৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত ছবি ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান—শিবা’। ছবির পরিচালক অয়ন মুখার্জি, প্রযোজক করণ জোহরের বিরুদ্ধেও কামান দাগেন বিবেক, ‘ছবির নাম “ব্রহ্মাস্ত্র”। কিন্তু তাঁরা কি এর মানে জানেন? পরিচালকের কথা যদি বলি, তিনি তো ব্রহ্মাস্ত্র বানানই করতে পারবেন না। পরিচালক হিসেবে তিনি দারুণ। তাঁর ছবি “ওয়েক আপ সিড” আমার ভালো লেগেছিল। সেটা ছিল তাঁর দ্বিতীয় ছবি; ভেবেছিলাম তিনি আরও ভালো ছবি বানাবেন। কিন্তু আমি ভীষণ হতাশ। মা যেমন সন্তানকে নিয়ে চিন্তিত থাকেন, তেমনি তাঁকে নিয়েও আমি চিন্তিত।’
করণ জোহর সম্পর্কে বিবেক বলেন, ‘তাঁরা সমকামীদের অধিকার নিয়ে কথা বলেন। কিন্তু করণের ছবিতে হরহামেশাই সমকামীদের নিয়ে মজা করা হয়। কেন? আবার তাঁরা বড় বড় কথা বলেন।’
বিবেক অগ্নিহোত্রীর মন্তব্য নেট দুনিয়ায় ঝড় তুলেছে। পক্ষে–বিপক্ষে মত দিচ্ছেন অনেকেই। তবে যাঁদের সম্পর্কে মন্তব্য করেছেন, সেই আমির, রণবীর, অয়ন বা করণ এখনো প্রতিক্রিয়া দেননি।