প্রেমে ব্যর্থতার ‘যন্ত্রণায়’ কলেজে ফেল করেছিলেন জনপ্রিয় এই তারকা

তামিল সিনেমা ইন্ডাস্ট্রির নামকরা অভিনেতা, গায়ক ও প্রযোজক হিসেবে তাঁর খ্যাতি। গতকাল ২৮ জুলাই ছিল এই অভিনেতার ৪২তম জন্মদিন। বলছি অভিনেতা ধানুশের কথা। দক্ষিণের সিনেমায় প্রতিষ্ঠিত ছিলেন তাঁর পরিবারের সদস্যরা। এর বাইরে নিজের মতো করেই পথচলা শুরু করেছিলেন তিনি। তাঁর অজানা তথ্যগুলো দেখুন ছবিতে...
১ / ৭
ধানুশের অভিনেতা হওয়ার কোনো ইচ্ছাই ছিল না। তিনি হোটেল ম্যানেজমেন্টের ওপর পড়াশোনা করে চেয়েছিলেন হোটেলের শেফ হবেন। কিন্তু তা আর হওয়া হয়নি
ছবি: ইনস্টাগ্রাম
২ / ৭
পরিচালক বড় ভাইয়ের আগ্রহে ধানুশের অভিনয়ে আসা। ১৬ বছর বয়সে অভিনয়ে হাতেখড়ি হয় বাবার সিনেমা দিয়ে
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ৭
পরিবারের সবাই মিডিয়ায় প্রতিষ্ঠিত হওয়ায় ধানুশ মনে করতেন, পরিচালক বাবার ছবিতে অভিনয় করে নাম কামানোর চেয়ে নিজের মতো করেই বিনোদন–দুনিয়ায় বেড়ে উঠতে পারাটা আনন্দের। সে পথেই হেঁটেছিলেন তিনি
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ৭
তরুণ ধানুশ নায়ক হওয়ার এক বছর আগেই প্রথম প্রেমে পড়েন। সেই প্রেমিকা তাঁকে ছেড়ে চলে গিয়েছিলেন। প্রেমে ব্যর্থ হওয়ার ‘কষ্টে’ মনোযোগ হারান। তিনি কলেজে ফেল করেছিলেন
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ৭
অভিনয়ের পাশাপাশি তিনি গানও করেন। ধানুশের সবচেয়ে জনপ্রিয় ‘হোয়াই দিস কোলাবেরি ডি’ গানটি দিয়ে তিনি তুমুল আলোচিত হন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘মাত্র ছয় মিনিটে গানটি লিখেছিলাম। প্রথমবার গানটি রেকর্ডিং করতে লেগেছিল ৩৫ মিনিট।’ তাঁর ছেলেও গানটি গেয়ে আলোচনায় আসে
ছবি : ইনস্টাগ্রাম
৬ / ৭
ধানুশের ১৮ বছরের সংসার ২০২২ সালে বিচ্ছেদের পথে এগোয়। গত জানা যায়, তাঁদের চূড়ান্ত বিচ্ছেদ হয়েছে। তাঁর স্ত্রী ঐশ্বরিয়া রজনীকান্ত তামিলের আরেক অভিনেতা রজনীকান্তর মেয়ে
ছবি: ইনস্টাগ্রাম
৭ / ৭
ধানুশ দীর্ঘ ক্যারিয়ারে ৫৬টি সিনেমায় অভিনয় করেছেন। তাঁর অভিনীত ১২টি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। তিনি ক্যারিয়ারে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। ১৯৮৩ সালের ২৮ জুলাই তাঁর জন্ম।
ছবি: ইনস্টাগ্রাম