৪৪ বছর পর যেভাবে রেখাকে মনে করালেন আলিয়া

রেখার লুকে আলিয়া। কোলাজ

‘উমরাও জান’-এর রেখা লাবণ্যময়ী। ‘সিলসিলা’র রেখা আবার তেমন নন। সেখানে তিনি স্মার্ট। স্বচ্ছ শিফন শাড়িতে আবেদনময়ী লুক তখন ঝড় তুলেছিল হাজারো তরুণের হৃদয়ে। ৪৪ বছর পর সেই রেখাই যেন ফিরে এলেন! গতকাল মুক্তি পেয়েছে ‘উমরাও জান’-এর ফোরকে সংস্করণ। নতুন সংস্করণের প্রিমিয়ারেই ‘সিলসিলা’ সিনেমার চাঁদনি হয়ে এসেছিলেন আলিয়া। রেখার লুকে হাজির হয়ে প্রিয় অভিনেত্রীকেই শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন তিনি।

আলিয়া ভাট। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

‘উমরাও জান’-এর ফোরকে সংস্করণ
গতকাল ১৯৮১ সালের সিনেমাটি পুনর্মুক্তি দেওয়া হয়। মির্জা হাদি রুসওয়ার উর্দু উপন্যাস ‘উমরাও জান আদা’ অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি। উপন্যাসটি প্রকাশিত হয় ১৮৯৯ সালে। গল্পটি লক্ষ্ণৌর এক বাইজি ও কবি উমরাও জানের জীবনের উত্থান-পতনকে ঘিরে।

রেখার লুকে আলিয়া। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

‘উমরাও জান’ ভারতের যুগান্তকারী পিরিয়ড মিউজিক্যাল ড্রামা মনে করা হয়। সিনেমাটিতে উনিশ শতকের লক্ষ্ণৌর সামাজিক, সাংস্কৃতিক পরিবেশকে তুলে ধরে। ‘উমরাও জান’ ভারতের ২৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে চারটি পুরস্কার জিতে নেয়। এই সিনেমায় সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন রেখা।

সিনেমায় রয়েছে বেশ কয়েকটি কালজয়ী গান। ‘দিল চিজ কেয়া হ্যায়’, ‘ইন আঁখোঁ কি মস্তি কে’, ‘জুস্তুজু জিসকি থি’ গানগুলো এখনো শ্রোতাদের মনে দোলা দিয়ে যায়। গানগুলোর সুরকার ছিলেন খৈয়াম, গীতিকার শাহরিয়ার, গেয়েছেন আশা ভোসলে।
পরিচালক মুজফ্ফর আলী এক্সে লিখেছেন, ‘সিনেমাটি নতুন প্রজন্মের জন্য ফোরকে সংস্করণ করা হয়েছে। এটি শুধু একটি সিনেমা নয়, এটি ছিল একটি হারিয়ে যাওয়া সংস্কৃতি ও জীবনধারার ভেতরে প্রবেশের যাত্রা। রেখা শুধু চরিত্রটি অভিনয় করেননি, তিনি উমরাও জান হয়ে উঠেছিলেন। চরিত্রটিকে অমর করে গেছেন সে কথা বলাই বাহুল্য।’

আলিয়া ও রেখা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

আলিয়া ভাটের শ্রদ্ধার্ঘ্য
মুম্বাইয়ে সিনেমাটির বিশেষ প্রদর্শনীর পর আলিয়া নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ছবি শেয়ার করেন। যেখানে তাঁকে রেখার সঙ্গে ছবিতে দেখা যায়। তাঁর নিজের সাজ ছিল রেখার ‘সিলসিলা’ সিনেমার চাঁদনির মতোই। হালকা গোলাপি শাড়ি, পালকের মতো দুল, কপালে ছোট লাল টিপ আর ঢেউখেলানো খোলা চুল, উন্মুক্ত হাত আর চোখে সেই সরু কাজলের রেখা। ঠোঁটে গোলাপি আভার লিপস্টিক। সবকিছু যেখানে যতটা থাকা উচিত, ঠিক ততটাই নিখুঁত।

আরও পড়ুন

আলিয়াকে দেখে যে কয়েক মুহূর্তের জন্য রেখার কথা মনে পড়েছিল, তাতে ভুল নেই কোনো। আলিয়া ইনস্টাগ্রামে রেখার সঙ্গে একটি ছবি শেয়ার করেন, যেখানে দেখা যায়, রেখা তাঁকে আলতোভাবে ধরে আছেন। আর দুজনের মুখেই ছিল প্রশান্ত হাসি। আলিয়া শেয়ার করা ছবির ক্যাপশনে লিখেছেন, ‘এক জীবন্ত কিংবদন্তির প্রতি শ্রদ্ধা…এমন একজন কখনো ছিলেন না, নেই, আর হবেনও না, রে-মা (তিনি রেখাকে মা বলে সম্বোধনে করেন)।’

‘সিলসিলা’ সিনেমায় রেখা। আইএমডিবি

আলিয়ার জন্য ‘সিলসিলা’র রেখার লুকটি যুগোপযোগী করে তৈরি করেছিলেন বলিউডের আলোচিত ডিজাইনার তরুণ তেহলানি। তাঁর পোশাক পরিকল্পনার দায়িত্বে ছিলেন রিয়া কাপুর। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি আসার পর অনেকেই আলিয়ার লুকের প্রশংসা করেছেন। কেউ আবার আলিয়াকে ‘রেখার যোগ্য উত্তরসূরি’ বলেও উল্লেখ করেছেন।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া