দাদাসাহেব ফালকে: ‘জওয়ান, ‘অ্যানিমেল’-এর বাজিমাত

‘জওয়ান, ‘অ্যানিমেল’-এর দৃশ্য। কোলাজ

গত বছর নতুন আঙ্গিকে ঘুরে দাঁড়িয়েছে বলিউড। তাঁরই প্রমাণ মিলল দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড-২০২৪-এ। অনুষ্ঠানের পুরোটা জুড়ে ছিল শাহরুখ খানের ‘জওয়ান’ আর ‘অ্যানিমেল’-এর জয়জয়কার। গতকাল মুম্বাইতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে যেন বসেছিল তারার মেলা। করিনা কাপুর খান, রানী মুখার্জি, শহীদ কাপুর, শাহরুখ খান, বিক্রান্ত ম্যাসিসহ বলিউডের বহু তারকার উপস্থিতিতে ঘোষিত হয় সম্মানজনক এই পুরস্কার।

একনজরে দেখে নেওয়া যাক বিজয়ীদের তালিকা
সেরা ছবি
১. সেরা ছবি: ‘জওয়ান’
২. সেরা ছবি (সমালোচক): ‘টুয়েলভথ ফেল’

সেরা পরিচালক
১. সেরা পরিচালক: সন্দীপ রেড্ডি ভাঙ্গা (অ্যানিমেল)
২. সেরা পরিচালক (সমালোচক): অ্যাটলি (জওয়ান)

আরও পড়ুন

সেরা অভিনেতা
১. সেরা অভিনেতা: শাহরুখ খান (জওয়ান)
২. সেরা অভিনেতা (সমালোচক): ভিকি কৌশল (শ্যাম বাহাদুর)
৩. সেরা অভিনেতা (নেতিবাচক): ববি দেওল (অ্যানিমেল)
৪. সেরা অভিনেতা (কৌতুক): আয়ুষ্মান খুরানা (ড্রিম গার্ল টু)

সেরা অভিনেত্রী
১. রানী মুখার্জি: ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’
২. কারিনা কাপুর খান (সমালোচক): ‘জানে জা’
৩. মোস্ট ভার্সেটাইল অ্যাকট্রেস অব দ্য ইয়ার: নয়নতারা (জওয়ান)
৪. সানিয়া মালহোত্রা (কৌতুক): ‘কাঁঠাল’

‘অ্যানিমেল’ সিনেমার জন্য সেরা পার্শ্ব চরিত্রের অভিনেতার পুরস্কার জিতেছেন অনিল কাপুর। সেরা পার্শ্ব অভিনেত্রীর (পাঠান) পুরস্কার পেয়েছেন ডিম্পল কাপাডিয়া।

‘টুয়েলভথ ফেল’ সিনেমার দৃশ্য
আইএমডিবি

সেরা প্রতিশ্রুতিশীল অভিনেতা বিক্রান্ত ম্যাসি। সেরা ওয়েব সিরিজের পুরস্কার জিতে নিল ‘ফরজি’।

এ সিরিজে অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার পান শহীদ কাপুর। ‘আরিয়া ৩’ ওয়েব সিরিজের জন্য সেরা অভিনেত্রী হলেন সুস্মিতা সেন। সেরা স্বল্পদৈর্ঘ্য সিনেমা হয়েছে ‘গুড মর্নিং’।

সেরা সংগীত পরিচালকের (জওয়ান) পুরস্কার ঘরে তুলেছেন হালের জনপ্রিয় সুরকার অনিরুদ্ধ রবিচন্দর। সেরা টেলিভিশন সিরিজ ‘গুম হ্যায় কিসিকে পেয়ার মে’। এ সিরিজের জন্য সেরা অভিনেতা হন নীল ভট্ট। ‘অনুপমা’র জন্য টেলিভিশন সিরিজের সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রূপালী গঙ্গোপাধ্যায়।