কেন অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেন না এই অভিনেত্রী

তেলেগু, তামিল, কন্নড়, মালয়ালম ও হিন্দি—এই পাঁচ ভাষার চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন প্রিয়ামণি। তবে এই দক্ষিণি অভিনেত্রী ব্যাপক পরিচিতি পান ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’ দিয়ে। আজ এই অভিনেত্রী প্রিয়ামণির জন্মদিন। ১৯৮৪ সালের ৪ জুন বেঙ্গালুরুতে তিনি জন্মগ্রহণ করেন। টাইমস অব ইন্ডিয়া, বলিউড হাঙ্গামা, ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক অভিনেত্রী সম্পর্কে কিছু জানা–অজানা তথ্য—

১ / ৯
কর্ণাটকের সুপরিচিত সংগীতশিল্পী কমলা কৈলাসের নাতনি প্রিয়ামণি। বাবা বসু রাজু ছিলেন ক্রিকেটার, মা লতা রাজু ছিলেন ব্যাংকার। তবে ব্যাংকে কাজ করলেও তিনি ছিলেন জাতীয় পর্যায়ের ব্যাডমিন্টন খেলোয়াড়। জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান তাঁর চাচাতো বোন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
২ / ৯
২০০৩ সালে মাত্র ১৮ বছর বয়সে তাঁর চলচ্চিত্র অভিষেক হয়। তেলেগু ছবি ‘ইভারে আতাগাড়ু’র মাধ্যমে। প্রথম ছবিটি মোটেও বক্স অফিস মাতাতে পারেনি। তবে তাঁর পরবর্তী কাজগুলো ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করেছে। ২০০৭ সালে তামিল সিনেমা ‘পারুথিভিরান’–এ দুর্দান্ত অভিনয় করেন। এ সিনেমা তাঁকে সেরা অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দেয়। এ ছাড়া তিনি একাধিকবার ফিল্মফেয়ার সাউথ পুরস্কার পান। তাঁকে দক্ষিণি ইন্ডাস্ট্রিতে বিশেষ অবদান রাখার জন্য সম্মানিতও করা হয়। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৩ / ৯
বলিউডে তিনি আত্মপ্রকাশ করেন মণি রত্নম পরিচালিত ‘রাবণ’ ছবি দিয়ে, যেখানে তিনি ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের সঙ্গে অভিনয় করেন। তবে বলিউডে তিনি জনপ্রিয়তা অর্জন করেন ‘চেন্নাই এক্সপ্রেস’–এর ‘ওয়ান টু থ্রি ফোর’ এই আইটেম গানে নেচে। শাহরুখ খানের বিপরীতে এ গানে নেচে তিনি দর্শকদের মন জয় করে নেন। এই নাচের রিহার্সালে তিনি শাখরুখ খানকে নাচের কিছু স্টেপ শেখান। এক সাক্ষাৎকারে এ ব্যাপারে প্রিয়ামণি বলেন, ‘শাহরুখ খান আমাকে জিজ্ঞেস করেছিলেন, “তুমি এই স্টেপগুলো করলে কীভাবে?” তখন আমি শাহরুখকে নাচের স্টেপগুলো ছোট ছোট অংশে ভাগ করে নাচতে বলি। এখানে ৯৯ শতাংশই শাহরুখের অবদান। তবে আমি অনেক আনন্দিত যে আমি ১ শতাংশ অবদান রাখতে পেরেছিলাম।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৪ / ৯
শাহরুখ যে তাঁর এ অবদান ভুলে যাননি, সেটাও বলেন প্রিয়ামণি। তিনি বলেন, ‘“জাওয়ান” সিনেমার “জিন্দা বান্দা” গানে ছয়জন নারী ছিল। আমি ছিলাম শাহরুখের পেছনে। তিনি আমাকে দেখে এগিয়ে আসেন। এরপর তিনি পরিচালক অ্যাটলি আর কোরিওগ্রাফার শোবিকে বলেন, “এখন থেকে এই মেয়ে আমার নাচের শিক্ষক আর সে আমার পাশে দাঁড়াবে।” এ কথা বলে তিনি পেছন থেকে আমাকে সামনের দিকে নিয়ে আসেন।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৫ / ৯
প্রিয়ামণি ২০১৭ সালের বেঙ্গালুরুতে মুস্তফা রাজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মুসলিম পাত্রকে বিয়ে করার কারণে তাঁদের অনলাইনে প্রচুর বিদ্বেষমূলক কথা শুনতে হয়। এসব ঘৃণামূলক মন্তব্য নিয়ে প্রিয়ামণি মিডিয়ায় খোলাখুলিভাবে কথা বলেছেন। তিনি বলেন, এসব ধর্মভিত্তিক বিদ্বেষ তাঁর ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলেছে। বিয়ের পরে প্রিয়ামণির অভিনয় ছেড়ে দেওয়ার ব্যাপারে অনেক গুঞ্জন শোনা যায়। তবে ২০১৮ সালে ‘ধ্বজা’ সিনেমার মাধ্যমে অভিনয়ে ফিরে আসার মাধ্যমে তিনি এই প্রতিবেদন ভুল প্রমাণিত করেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
৬ / ৯
অ্যামাজন প্রাইমের জনপ্রিয় সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’–এ অভিনয় করে ভারতজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পান প্রিয়ামণি। এখানে তিনি মনোজ বাজপেয়ির স্ত্রীর চরিত্রে অভিনয় করেন। এটিই ছিল তাঁর প্রথম ওয়েব সিরিজে অভিনয়। এ সিরিজ দর্শকদের কাছে প্রশংসিত হয়। এরপর তিনি অভিনয় করেন ‘ময়দান’, ‘আর্টিকেল ৩৭০’ সিনেমায়। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৭ / ৯
পর্দায় নানা ধরনের দৃশ্যে অভিনয় করলেও চুম্বন ও অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেননি প্রিয়ামণি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কখনো পর্দায় চুম্বনের দৃশ্যে অভিনয় করব না। আমার পক্ষে এটা কখনোই সম্ভব নয়। মানছি আমি জানি, এটা চরিত্র বা দৃশ্যের প্রয়োজনে হয়। আর অভিনেত্রী হিসেবে আমার কাজ এটা। তবে ব্যক্তিগতভাবে পর্দায় অন্য এক মানুষকে চুম্বন করতে আমি একদমই সহজ নই। এর বড় কারণ হয়তো আমাকে আমার স্বামীর কাছে জবাবদিহি করতে হবে।’ অভিনেত্রীর ইনস্টগ্রাম থেকে
৮ / ৯
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমার কোনো প্রকল্প যখন মুক্তি পাবে, আমার দুই পরিবারের সবাই সেই প্রকল্প দেখবেন। তাঁরা ভালো করেই জানেন, এটাই আমার পেশা। কিন্তু আমি চাই না আমার কারণে তাঁদের মাথা নিচু হয়ে যাক। আমি চাই না যে তাঁরা কোনোভাবেই ভাবুক যে তাঁদের পুত্রবধূ কেন বিয়ের পর এসব করছে। তবে এটা ঠিক, তাঁরা আমাকে এসব করতে কখনো নিষেধ করেননি। আসলে এটা আমার ব্যক্তিগত পছন্দ।’
ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
৯ / ৯
অভিনেত্রীদের পারিশ্রমিক নিয়েও বরাবরই সোচ্চার প্রিয়ামণি। কিছুদিন আগেই খবর হয়, বাড়তি পারিশ্রমিক দাবি করে ছবি থেকে বাদ পড়েছেন কারিনা কাপুর খান। তখন এ বিষয়ে সোচ্চার হয়েছিলেন অভিনেত্রী। তিনি বলেছিলেন, ‘আমি মনে করি না এর মধ্যে কোনো অন্যায় আছে। কারিনা এমন এক উচ্চতায় পৌঁছে গেছেন, যেখানে উনি বলতে পারেন যে কী চান। আপনারা কখনোই ওনাকে এ নিয়ে কটাক্ষ করতে পারেন না। বলতে পারেন না যে উনি ভুল দাবি করেছেন। উনি যোগ্য বলেই দাবি করেছেন।’ প্রিয়ামণিকে সবশেষ দেখা গেছে আলোচিত মালয়ালম থ্রিলার সিনেমা ‘অফিসার অন ডিউটি’তে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে