শারীরিক নয়, সায়ামির কাছে মানসিক চ্যালেঞ্জটাই ছিল বেশি

‘ঘুমর’ ছবির ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে অভিষেক বচ্চন ও সায়ামি খের
এএনআই

মুক্তি পেল আর বালকি পরিচালিত ‘ঘুমর’ ছবির ট্রেলার। এই ছবির দুই মূল চরিত্রে আছেন অভিষেক বচ্চন ও সায়ামি খের। বালকি সব সময় তাঁর ছবির মাধ্যমে ব্যতিক্রমী গল্প তুলে ধরেন। এ ছবিতেও এক অন্য স্বাদ দিতে চলেছেন তিনি। ‘ঘুমর’ ছবিতে সায়ামি এক প্রতিবন্ধী ক্রিকেটার। তাঁর প্রশিক্ষকের চরিত্রে আছেন অভিষেক বচ্চন। ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে সায়ামি তাঁর চরিত্রের প্রস্তুতি নিয়ে কিছু কথা বলেছেন। পাশাপাশি অভিষেক বচ্চনও ফাঁস করেছেন এই ছবিকে ঘিরে কিছু কথা।

গত শুক্রবার মুম্বাইয়ের এক মাল্টিপ্লেক্সে মুক্তি পায় ‘ঘুমর’ ছবির ট্রেলার। ট্রেলারে দেখা যায়, সড়ক দুর্ঘটনায় একটা হাত হারান সায়ামি।

সায়ামি খের
ইনস্টাগ্রাম

তবে তাঁর জীবন থেমে যায়নি। এক হাত নিয়েই ক্রিকেটের ময়দানে লড়ছেন তিনি। ট্রেলার মুক্তির পর সাংবাদিকদের কাছে তাঁর চরিত্রটির প্রস্তুতি নিয়ে কিছু কথা বলেন সায়ামি।

আরও পড়ুন

এই অভিনেত্রী বলেন, ‘ক্রিকেট খেলে বেড়ে উঠেছি। ছবিতে আমি বাঁহাতি বোলারের ভূমিকায় অভিনয় করেছি। ক্রিকেটার মুরলি কার্তিকের কাছ থেকে বাঁ হাতে বল করার প্রশিক্ষণ নিয়েছি। এই ছবির মাধ্যমে প্রথমবার পেশাদার প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পেয়েছি।’

সায়ামি জানিয়েছেন, এ ক্ষেত্রে তিনি প্যারা অলিম্পিয়ান একতা ভ্যায়ানের সাহায্য নিয়েছেন। তিনি বলেন, ‘অনেকটা সময় আমি তাঁর সঙ্গে কাটিয়েছি। প্রথমে তাঁকে কিছু প্রশ্ন করতে দ্বিধা হচ্ছিল। একতা আমাকে অভয় দেন যে আমি তাঁকে যা খুশি, তা–ই জিজ্ঞেস করতে পারি। আর বলেছিলেন, একটা জিনিস তাঁরা চান না; সেটা হলো সহানুভূতি। বদলে তাঁরা চান সহমর্মিতা।’ মানসিক প্রস্তুতির প্রসঙ্গে সায়ামি বলেন, ‘আমার কাছে শারীরিক প্রস্তুতির চেয়ে মানসিক প্রস্তুতি বেশি চ্যালেঞ্জিং ছিল।’

‘ঘুমর’ প্রসঙ্গে অভিষেক বচ্চন বলেন, ‘এই ছবি আশা, প্রেরণা আর কখনো হার না মানার কথা বলেছে। ছবিটি আমাকে ব্যক্তিগতভাবে প্রভাবিত করেছে।’ তিনি আরও বলেন, ‘বালকি আমার কাছে যখন প্রস্তাব নিয়ে আসেন, তিনি বলেন যে ছবিটি সায়ামিকে ছাড়া সম্ভব নয়। আমরা অভিনয় মেকি করতে পারি, কিন্তু ক্রিকেট মেকি খেলতে পারি না। সায়ামি ছোটবেলা থেকেই ক্রিকেট খেলেন। তাই সত্যি তাঁর বিকল্প কেউ হতে পারেন না।’

সায়ামি খের
ইনস্টাগ্রাম

‘ঘুমর’-এ অভিষেক ও সায়ামি ছাড়া আরও আছেন অঙ্গদ বেদি, শাবানা আজমি। অতিথি চরিত্রে অমিতাভ বচ্চন। ১৮ আগস্ট ছবিটি বড় পর্দায় আসতে চলেছে।