চাপ অনুভব করেননি জোয়া

জোয়া আখতার। ছবি: পরিচালকের ইনস্টাগ্রাম থেকে
জনপ্রিয় কমিকস ‘দ্য আর্চিজ’-এর চরিত্রগুলো পর্দায় জীবন্ত করলেন জোয়া আখতার ও রিমা কাগতি। গত বৃহস্পতিবার নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘দ্য আর্চিজ’ ছবিটি। সিনেমাটি মুক্তির আগে নেটফ্লিক্সের মুম্বাই অফিসে পরিচালক জোয়া আখতারের মুখোমুখি হয়েছিলেন প্রথম আলোর মুম্বাই প্রতিনিধি।

এই আড্ডা ছিল পুরোপুরি ‘দ্য আর্চিজ’কে ঘিরে। ষাটের দশকের ‘দ্য আর্চিজ’কে আজকের সময়োপযোগী করে তোলা কতটা চ্যালেঞ্জিং ছিল? জবাবে জোয়া বলেন, ‘সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল ‘দ্য আর্চিজ’-এর যাঁরা ভক্ত, তাঁরা যেন শুরুতেই ছবিটি প্রত্যাখ্যান না করেন। তবে আমি বেশ কিছু প্রতিভাবান অভিনয়শিল্পী পেয়েছি, তারা আমার কাজ সহজ করে দিয়েছিল। প্রত্যেকেই অনেক প্রস্তুতি নিয়েছে। আমরা ষাটের দশকের ছবি দেখেছি, তারা তা দেখেনি। ছবির প্রয়োজনে শিল্পীরা সেই সময়ের গান শুনেছে, সিনেমা দেখেছে। কমিকস বই পড়েছে। নিজেদের চরিত্রের জন্য উপযোগী করে তুলতে প্রচুর পরিশ্রম করেছে।’

তারকা–সন্তানদের নিয়ে সিনেমা বানাতে গিয়ে চাপ অনুভব করেছেন কি না জানতে চাইলে জোয়া বলেন, ‘কোনো রকম চাপ ছিল না। আর তারা প্রত্যেকে চিত্রনাট্য, নিজেদের চরিত্র সম্পর্কে ভালোভাবে জানত। আমি আগেও একাধিক তারকা নিয়ে ছবি পরিচালনা করেছি। কোনো চাপ থাকলে এই ছবি পরিচালনা করতাম না।’

আরও পড়ুন

ছবিতে একঝাঁক নতুন মুখ দেখা গেছে। এই সব নতুন মুখের মধ্যে আবার চেনা মুখও কয়েকজন আছেন। শাহরুখ খানের কন্যা সুহানা, শ্রীদেবী-বনি কাপুরের কন্যা খুশি আর অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দাকে ছবির মূল তিন চরিত্রে দেখা গেছে। তারকা–সন্তান হওয়ার সুবাদেই কি ‘দ্য আর্চিজ’-এ সুযোগ পেয়েছেন তাঁরা?

প্রশ্ন শুনেই জোয়া ঘাড় নেড়ে জবাব দেন, ‘আমাদের ১৭ বছর বয়সী অভিনেতার প্রয়োজন ছিল। চরিত্র অনুযায়ী অভিনেতা খোঁজা এক বড় চ্যালেঞ্জ ছিল।

জোয়া আখতার। ছবি: পরিচালকের ইনস্টাগ্রাম থেকে

এই ছবির প্রতিটি চরিত্র অডিশনের মাধ্যমে চূড়ান্ত করা হয়েছিল। অডিশনের পরেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম সুহানা, খুশি, অদিতি কোন চরিত্রে অভিনয় করবে। এদিকে অগস্ত্য একদমই অভিনয় করতে চায়নি। বলা যায়, আমরা জোর করে রাজি করিয়েছি।’
এই প্রজন্মের সঙ্গে কাজ করতে দারুণ উপভোগ করেছেন জোয়া।

তিনি বলেন, ‘এসব তরুণ একদমই চাপ নেয় না। তারা কাজকে বরং উপভোগ করে। আমাদের সব ক্রু-সদস্য তাদের সঙ্গে খুব মজা করে কাজ করেছেন। ছয় মাস ধরে এসব অভিনেতাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। নাচ, গান, স্কেটিং, সাঁতার ছাড়াও ক্যামেরার মুখোমুখি কীভাবে হতে হয়, লাইট কীভাবে নিতে হয়—এসব নানা প্রশিক্ষণ তাদের দেওয়া হয়েছিল।’