কবে আসছে আমিরের সিতারে জমিন পর

‘তারে জমিন পর’ ছবিতে দরশিল সাফারি ও আমির খান। ছবি: সংগৃহীত

‘তারে জমিন পর’-এর কথা মনে আছে? আমির খান বলতেই অনেকের চোখে ভেসে ওঠে আলোচিত সিনেমাটির কথা। এক বসায় দেখে ফেলার মতো গল্পের ছবি ‘তারে জমিন পর’। এটি শুধু একটি সিনেমা নয়, অনুপ্রেরণা-ভালোবাসার গল্পও। বিশেষ চাহিদাসম্পন্ন ছোট্ট একটি ছেলের প্রতিদিনের সংগ্রামের দৃশ্য।
শিশুদের নিয়ে আমিরের এমন একটি সিনেমা হিন্দি সিনেজগতে খুব একটা দেখা মেলা ভার। সবার থেকে আলাদা ছোট্ট একটি ছেলেকে নিয়ে ছবিটির মূল চিত্রনাট্য। ছেলেটির নাম ঈশান আওয়াস্থি। যে কিনা ডিসলেক্সিয়া রোগে আক্রান্ত। ঈশানের অঙ্কন শিক্ষক রামশঙ্কর নিকুম্ভই (আমির খান) বুঝতে পারেন ঈশানের চাওয়া-ইচ্ছার কথা। সিনেমাটি দেখার পর কাঁদতে বাধ্য হবেন যেকোনো দর্শক। এই ছবি দেখে শোরগোল পড়ে গিয়েছিল। তখন থেকেই এর সিক্যুয়েলের ভাবনায় ছিলেন আমির খান। যে ভাবনা, সেই কাজ। এবার ‘তারে জমিন পর’-এর পর আসছে ‘সিতারে জমিন পর’। নাম দুটিতেও অনেক মিল আছে বৈকি! গল্পটিও কাছাকাছি।

এর আগে ‘লাল সিং চড্ডা’য় অভিনয় করেন আমির খান। সেই সিনেমা হলে তেমন চলেনি। বলা যায় ভরাডুবিই হয়েছিল। সিনেমার জন্য অনেক পরিশ্রম করেছিলেন আমির খান, কারিনা কাপুর খানসহ অন্য শিল্পীরা। তাই প্রায়ই ‘লাল সিংহ চাড্ডা’ নিয়ে আক্ষেপ প্রকাশ করতে দেখা গেছে আমিরকে। এবার সেই আক্ষেপ ঘোচাতেই নতুন উদ্যমে ঘুরে দাঁড়াতে চাইছেন মিস্টার পারফেকশনিস্ট? জানালেন, শুরু হয়ে গেছে ‘সিতারে জমিন পর’-এর শুটিং। এবার মুক্তির দিনক্ষণের কথাও জানিয়ে দিয়েছেন আমির খান। বলেছেন, ‘বড়দিনেই মুক্তি পাবে সিতারে জমিন পর।’

‘তারে জমিন পর’ ছবিতে দারশিল সাফারি ও আমির খান
ফেসবুক পেজ

আমির বলেন, ‘অভিনেতা হিসেবে আমার পরের ছবি ‘‘সিতারে জমিন পর’’। আগামী বড়দিনেই মুক্তির পরিকল্পনা আছে। চিত্রনাট্য শুনেই গল্পটি ভীষণ পছন্দ হয়েছে আমার। এটি একটি বিনোদনমূলক ছবি।’ যদিও ছবিতে মুখ্য নয়, ক্যামিও চরিত্রে থাকার কথা নায়কের। সিনেমাটিতে আমিরের পাশাপাশি আছেন অভিনেত্রী জিনেলিয়া দেশমুখও।

আরও পড়ুন
আমির খান
এএনআই

‘সিতারে জমিন পর’ও যে ‘তারে জমিন পর’-এর মতো হতে চলেছে, বহু আগেই জানিয়ে দিয়েছেন আমির খান। বলেছেন, ‘২০০৭ সালে মুক্তি পাওয়া “তারে জমিন পর” সিনেমার আঙ্গিকেই তৈরি হবে ছবিটি। আমাদের সবার মধ্যেই খামতি থাকে, তার পাশাপাশি সবার মধ্যে একটা কিছু বিশেষ ব্যাপার থাকে। সেই ভাবনা নিয়েই এই ছবি।’ বড়দিনে মুক্তি পেলে ‘সিতারে জমিন পর’-এর সঙ্গে বক্স অফিসে লড়াই হতে পারে অক্ষয় কুমারের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর।

আরও পড়ুন

২০২২ সালে মুক্তি পেয়েছিল আমির খানের সিনেমা ‘লাল সিং চড্ডা’। অস্কারজয়ী ইংরেজি সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর রিমেক হিসেবে বানানো হয় ছবিটি। যদিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ‘লাল সিং চাড্ডা’। এ নিয়ে মনে ভীষণ কষ্ট পেয়েছিলেন আমির। তবে এবার আমিরের নতুন ছবি আসার খবরে যারপরানই উচ্ছ্বসিত ভক্তরা।

আরও পড়ুন