‘গীতমালা’ উপস্থাপক আমিন সায়ানি মারা গেছেন

আমিন সায়ানি। এএনআই

ভারতের প্রখ্যাত রেডিও উপস্থাপক আমিন সায়ানি মারা গেছেন। গত মঙ্গলবার হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। আমিন সায়ানির ছেলে রাজিল সায়ানি এবিপি নিউজকে তাঁর বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

আমিন সায়ানি। এএনআই

রেডিও অনুষ্ঠান ‘বিনাকা গীতমালা’ দিয়ে পরিচিতি পান আমিন সায়ানি, যা রেডিও সিলন এবং পরে অল ইন্ডিয়া রেডিওর বিবিধ ভারতীতে প্রায় ৪২ বছর ধরে সম্প্রচারিত হয়েছিল। বহু শ্রোতা তাঁর কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেন।

আমিন সায়ানির ছেলে রাজিল সায়ানি জানান, মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে দক্ষিণ মুম্বাইয়ে তাঁর নিজের বাড়িতেই হৃদ্‌রোগে আক্রান্ত হন আমিন সায়ানি।

আরও পড়ুন

তখনই ছেলে তাঁকে মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকেরা আমিন সায়ানিকে মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে দক্ষিণ মুম্বাইয়ে আমিন সায়ানির শেষকৃত্য সম্পন্ন হয়।

আমিন সায়ানি বহুদিন ধরেই উচ্চ রক্তচাপ ও বার্ধক্যজনিত নানান শারীরিক সমস্যায় ভুগছিলেন। ১২ বছর ধরে পীঠের ব্যথার সমস্যায় ভুগছিলেন তিনি।

আমিন সায়ানি প্রায় ৫৪ হাজার রেডিও শো প্রযোজনা ও ভয়েস ওভারের রেকর্ড করেছেন। প্রায় ৯০ হাজার জিঙ্গলের ভয়েস ওভার দেওয়ার জন্য লিমকা বুক অব রেকর্ডসে তাঁর নাম তালিকাভুক্ত হয়। আমিন সায়ানি ‘ভূত বাংলা’, ‘তিন দেবিয়াঁ’, ‘কাতাল’-এর মতো ছবিতে ঘোষক হিসোবে কাজ করেছেন।