শাহরুখের চেয়েও বেশি অনুসারী, কে এই অভিনেত্রী

শুনলে অবাক লাগতে পারে, কিন্তু ঘটনা সত্যি। সেভাবে পরিচিতি না থাকলেও তাঁর ইনস্টাগ্রাম অনুসারীসংখ্যা শাহরুখ খানের চেয়েও বেশি। কে এই অভিনেত্রী? হিন্দুস্তান টাইমস অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত—

১ / ৭
এই অভিনেত্রী আর কেউ নন, জান্নাত জুবেইর রহমানি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
২ / ৭
শাহরুখের ইনস্টাগ্রাম অনুসারীসংখ্যা ৪ কোটি ৭৭ লাখ, অন্যদিকে জান্নাতের অনুসারী ৪ কোটি ৯৭ লাখ। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে থেকে
৩ / ৭
এই মুহূর্তে শাহরুখের চেয়ে জান্নাতের অনুসারীসংখ্যা ২০ লাখ বেশি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৪ / ৭
২৩ বছর বয়সী এই অভিনেত্রীর জন্ম মুম্বাইয়ে। হিন্দি টিভি সিরিয়াল দিয়েই মূলত পরিচিতি পেয়েছেন তিনি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৫ / ৭
‘কাশী-আব না রাহে তেরা কাগজ কোরা’ সিরিয়ালে তরুণ কাশী চরিত্রে অভিনয় করে তিনি আলোচনায় আসেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
৬ / ৭
২০২২ সালে আলোচিত রিয়েলিটি শো ‘খতরোঁ কে খিলাড়ি’তে অংশ নিয়ে চতুর্থ হন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৭ / ৭
জান্নাতকে দেখা গেছে ‘হিচকি’সহ কয়েকটি সিনেমায়। অভিনেত্রীর ইনস্টাগ্রাম