চার দিনে ৩০০ কোটি পার

রজনীকান্তসংগৃহীত

বয়স তাঁর ৭২। মাথায় টাক। সব মিলিয়ে উপমহাদেশীয় নায়কোচিত চেহারা মোটেও নয়। কিন্তু তা সত্ত্বেও দক্ষিণি মেগাস্টার রজনীকান্তের স্টারডমের কাছে সবাই যেন ফিকে। পর্দায় এই তারকা এলে সবাই উল্লাসে ফেটে পড়েন। আজও তিনি অপ্রতিরোধ্য। আর তার প্রমাণ রজনীকান্ত অভিনীত ‘জেলার’ ছবির বক্স অফিস আয়। ইতিমধ্যে ছবিটি ৩০০ কোটি আয় করে ফেলেছে।

গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে রজনীকান্ত অভিনীত ‘জেলার’ ছবিটি। তাঁর ছবি মুক্তি উপলক্ষে চেন্নাই ও বেঙ্গালুরুরের বেশ কিছু অফিসে ছুটি ঘোষণা করা হয়েছিল, তবে এটা নতুন কিছু নয়। এর আগেও দক্ষিণের বিভিন্ন শহরে রজনীর ছবির মুক্তির দিন ছুটি ঘোষণা করা হয়েছে। ‘জেলার’ ছবির মুক্তির দিন প্রতিবারের মতো এবারও তামিলনাড়ুতে রীতিমতো সাজ সাজ রব পড়ে গিয়েছিল। ফুল, মালা, দুধ দিয়ে রজনীকান্তের ছবি এবং মূর্তির পূজা করা হয়েছিল।
তাঁর ভক্তরা তাঁকে নায়ক নয়, ঈশ্বরের চোখে দেখেন। তাই রজনীর ছবি মুক্তি মানে উৎসবের মেজাজ দক্ষিণের আকাশে–বাতাসে। তামিল, তেলেগু, কন্নড়, হিন্দি—এই চার ভাষায় মুক্তি পেয়েছে ‘জেলার’। ছবিটি মুক্তির প্রথম দিনই বক্স অফিস থেকে বাম্পার আয় হয়েছিল। ওপেনিং ডে-তে এই ছবির আয় ছিল ৪৮ দশমিক ৩৫ কোটি।

দ্বিতীয় দিন এই অঙ্ক ছিল ২৫ দশমিক ৭৫ কোটি। তবে তৃতীয় দিন রজনীর এই ছবির আয়ের অঙ্ক কমে দাঁড়িয়েছিল ৫ দশমিক ৯৫ কোটিতে। চতুর্থ দিন আবার মাথা চাড়া দিয়ে উঠেছে ‘জেলার’। গতকাল রোববার নেলসন দীলিপ কুমার পরিচালিত ছবিটি প্রায় ৩৮ কোটি মতো আয় করেছে। মুক্তির ৪ দিনে ছবিটি দেশের মাটিতে ১৪৬ দশমিক ৪০ কোটির অঙ্ক ছুঁয়ে ফেলেছে।

‘জেলার’–এ রজনীকান্ত। টুইটার

তবে রজনীর জাদু এবার হিন্দি বলয়ে অনেকটাই কম। হিন্দিতে প্রথম দিন ৩৫ লাখ, দ্বিতীয় দিন ১৫ লাখ আর তৃতীয় দিন ২৫ লাখের কাছাকাছি আয় করেছে ‘জেলার’। রজনীর এই ছবি সবচেয়ে বেশি তামিল থেকে আয় করেছে। তবে হিন্দিতে আয়ের অঙ্ক কম হওয়ার বড় কারণ সানি দেওলের ‘গদার টু’ ছবিটি। সানির এই ছবি ঝড়ের গতিতে এগোচ্ছে। মুক্তির মাত্র তিন দিনের মাথায় ‘গদার টু’-র আয় ১৩৪ দশমিক ৮৮ কোটি। এর পাশাপাশি অক্ষয় কুমার আর পঙ্কজ ত্রিপাঠির ‘ওহ মাই গড টু’ ছবিটি মুক্তির ৩ দিনে ৪৩ দশমিক ১১ কোটি ব্যবসা করে ফেলেছে।

জাপানি এক দম্পতি জাপান থেকে শুধু ‘জেলার’ ছবিটি দেখতে ভারতে এসেছেন। তাঁরা রজনীকান্তের অনেক বড় ভক্ত। তাই জাপান থেকে এই দম্পতি চেন্নাইতে উড়ে এসেছেন তাঁদের প্রিয় ‘থালাইভা’-র এই ছবির প্রথম দিনের প্রথম শো দেখতে।

‘জেলার’–এর দৃশ্য
টুইটার

তাঁদের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দম্পতির বক্তব্য, ‘আমরা থালাইভার এই ছবি দেখার জন্য উত্তেজিত ছিলাম। আমরা দেখেছি, আর দারুণ লেগেছে।’

‘জেলার’ ছবিটি শুধু দেশের মাটিতে নয়, ভারতের বাইরেও সাড়া ফেলেছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, রজনীর এই ছবি মাত্র ৪ দিনেই দুনিয়াজুড়ে ৩০০ কোটির বেশি রুপি আয় করে ফেলেছে। জানা যায়, এই আয়ের মাধ্যমে ‘জেলার’ অনেক রেকর্ড ভেঙে ফেলেছে। ‘জেলার’ ছবিতে রজনীকান্ত ছাড়া আছেন তামান্না ভাটিয়া, জ্যাকি শ্রফ, শিব রাজকুমার, আর মোহন লালের মতো তারকা।

‘জেলার’–এ তামান্না ভাটিয়া ও রজনীকান্ত
টুইটার
আরও পড়ুন