আমির খানকে এমন দিন দেখতে হলো

আমির খানের সিনেমা মানেই বক্স অফিস ঝড় তুলবে। থাকবে ভারতজুড়ে আলোচনায়। প্রেক্ষাগৃহে বাড়তেই থাকবে দর্শক। সেসব বিবেচনায় কতটা সফল হলো সম্প্রতি মুক্তি পাওয়া ‘লাল সিং চাড্ডা’? মুক্তির প্রথম দিনেই কতটা সাফল্য পেয়েছে ছবিটি? একনজরে দেখে নিতে পারেন আমির খানের ক্যারিয়ারে বক্স অফিসে প্রথম দিনের দাপট কেমন ছিল।
১ / ১০
২০১৮ সালে মুক্তি পাওয়া আমির খানের ‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমাটি প্রথম দিনের আয়ে এখনো সবার ওপরে রয়েছে। সিনেমাটির প্রথম দিনের আয় ছিল ৫২ কোটি রুপি। ছবি: সংগৃহীত
২ / ১০
প্রথম দিনের আয়ের দিক দিয়ে আমির খানের ক্যারিয়ারের দ্বিতীয় স্থানে রয়েছে ‘ধুম-৩’। সিনেমাটির প্রথম দিনের আয় ছিল ৩৬ কোটি রুপি। ছবি: সংগৃহীত
৩ / ১০
‘দঙ্গল’ সিনেমা দিয়ে ২০১৬ সালে বলিউডে নতুন করে আলোচিত হন আমির খান। এই সিনেমার প্রথম দিনের আয় ছিল ২৯ কোটি রুপি।ছবি: সংগৃহীত
৪ / ১০
‘লাল সিং চাড্ডা’ সিনেমা নিয়ে অনেকেই বলছেন, সিনেমাটির কিছু জায়গায় আমিরের অভিনয় ‘পিকে’ সিনেমার মতো হয়েছে। সেই ‘পিকে’ সিনেমা প্রথম দিনই ২৬ কোটি রুপি আয় করেছিল।ছবি: সংগৃহীত
৫ / ১০
২০১২ সালে মুক্তি পাওয়া আমির অভিনীত ‘তালাশ’ সিনেমাটি মুক্তির প্রথম দিনে আয় করেছিল সাড়ে ১৩ কোটি রুপি।ছবি: সংগৃহীত
৬ / ১০
২০০৯ সালে মুক্তি পায় আমির খান অভিনীত ‘থ্রি ইডিয়টস’। দর্শকপ্রিয় এই সিনেমা দেখেননি, এমন সিনেমাপ্রেমী পাওয়া যাবে না। সে সময় সিনেমাটি আয়ের দিক দিয়ে রেকর্ড করেছিল। বক্স অফিসেও প্রথম দিনের আয় ছিল সাড়ে ১২ কোটি রুপি। এক যুগ আগের হিসেবে সেই আয় তখন আলোচনায় ছিল। বর্তমানে ভারতের সিনেমা যেখানে প্রথম দিনের আয়ে রেকর্ড করছে, সেখানে ‘লাল সিং চাড্ডা’ দিয়ে পেছনে ফিরতে হচ্ছে আমিরকে। ছবি: সংগৃহীত
৭ / ১০
‘লাল সিং চাড্ডা’র প্রথম আয়ের হিসাব হয়তো আমিরের জন্য মেনে নেওয়া কঠিন। কারণ, বর্তমান সময়ে এসে বলিউড সিনেমা প্রথম দিনে ৫০ কোটি রুপি পর্যন্ত আয় করছে। ‘কেজিএফ-চ্যাপটার-২’ প্রথম দিনে আয় করেছিল ৫৪ কোটি রুপি। ‘আরআরআর’ প্রথম দিনে ২০ কোটি রুপি, সেখানে ‘ভুলভুলাইয়া-টু’ সিনেমার ১৪ কোটি রুপি আয়কেও ছাড়াতে পারেনি আমির খানের ‘লাল সিং চাড্ডা’। সিনেমাটি প্রথম দিনে ১২ কোটি রুপি আয় করেছে। তবে এই আয় আরও বাড়বে। এখন পর্যন্ত আমিরের প্রথম দিনের আয়ে সিনেমাটি ৭ম অবস্থানে রয়েছে। ছবি: সংগৃহীত
৮ / ১০
এর আগে আমিরের ক্যারিয়ারে ফ্লপ যোগ করা ‘সিক্রেট সুপারস্টার’ সিনেমাটি প্রথম দিনে ৪ কোটি ৮০ লাখ রুপি আয় করেছিল। ছবি: সংগৃহীত
৯ / ১০
২০০৬ সালে মুক্তি পাওয়া ‘ফানা’ সিনেমাটি আমিরের প্রথম দিনের আয়ের হিসেবে রয়েছে ৯ নম্বরে। সিনেমাটির আয় হয়েছিল চার কোটি রুপি।ছবি: সংগৃহীত
১০ / ১০
প্রথম দিনের বক্স অফিস কালেকশনে আমিরের সেরা ১০ সিনেমার মধ্যে সব শেষে রয়েছে ‘মঙ্গল পান্ডে: দ্য রাইজিং’। সিনেমাটির আয় ছিল ৩ কোটি রুপি। তবে এই সিনেমা বেশ প্রশংসিত হয়। ছবি: সংগৃহীত