ছেলেকে পাশে রেখে ধূমপান ছাড়ার ঘোষণা আমির খানের
ধূমপানের বদভ্যাসের কথা খোলাখুলি স্বীকার করেছেন আমির খান। নিজেই জানিয়েছেন, তাঁর সাবেক স্ত্রী কিরণ রাও সিগারেটের ধোঁয়া ভীষণ অপছন্দ করতেন। এবার অভিনেতা জানালেন ধূমপান ছাড়ার কথা। গতকাল মুম্বাইয়ে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন আমির। খবর হিন্দুস্তান টাইমসের
গতকাল শুক্রবার ছেলে জুনায়েদ খানের নতুন রোমান্টিক–কমেডি সিনেমা ‘লাভইয়াপা’র ট্রেলার প্রকাশ অনুষ্ঠান ছিল। এ অনুষ্ঠানেই আমির ধূমপান ছাড়ার কথা বলেন। ষাটের দোরগোড়ায় এসে স্বাস্থ্য আর পরিবারের কথা চিন্তা করে বড় সিদ্ধান্ত নিয়েছেন আমির। অভিনেতা জানান, তিনি বেশ কিছুদিন ধরেই ছেড়ে সিগারেটের নেশা ত্যাগ করার কথা ভাবছিলেন।
শুক্রবার রাতেও আমির স্বীকার করেছেন যে তিনি ধূমপান ‘উপভোগ করেন’, বছরের পর বছর ধরে এতে আসক্ত। তবে এটি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তরুণ প্রজন্মকে বারবার স্মরণ করান ‘মিস্টার পারফেকশনিস্ট’।
শুক্রবার আমির ছেলেকে পাশে নিয়ে বলেন, ‘আমি ধূমপান ছেড়ে দিয়েছি, ধূমপান এমন একটি বিষয়, যা আমি খুব পছন্দ করি। তামাক এমন একটি জিনিস, যা আমি উপভোগ করি। এটা স্বাস্থ্যের জন্য ভালো নয়। কারও এটা করা উচিত নয়।’
আমির আরও বলেন, ‘খুব আনন্দের সঙ্গে বলছি যে আমি এই খারাপ অভ্যাস ছেড়ে দিয়েছি। আর যাঁরা দেখছেন বা শুনছেন, তাঁদেরও বলতে চাই, দয়া করে এটা বন্ধ করুন। এটা কোনো ভালো অভ্যাস নয়। আমার মনে হচ্ছিল আমি ধূমপান ছেড়ে দিতে চাই, আমার ছেলের ক্যারিয়ার শুরু হচ্ছে। আমি মনে মনে একটা সংকল্প করলাম। আমি ছেড়ে দিচ্ছি, ও পরে (জুনায়েদের পরবর্তী ছবি) কাজ করুক বা না করুক, আমি এটা স্বাধীনভাবে করছি। বাবা হিসেবে আমি ত্যাগ স্বীকার করতে চেয়েছি।’
গত বছর নেটফ্লিক্স ইন্ডিয়ার ছবি ‘মহারাজ’ দিয়ে পর্দায় আত্মপ্রকাশ করলেও প্রেক্ষাগৃহে জুনায়েদের প্রথম সিনেমা মুক্তি পাবে আগামী ৭ ফেব্রুয়ারি। এতে জুনায়েদের সঙ্গে আছেন খুশি কাপুর।