যা শেখার নিজেই শিখেছেন সোনাক্ষী

সোনাক্ষী সিনহাছবি : ইনস্টাগ্রাম থেকে

অভিনেতা শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষী সিনহা। তারকাকন্যা হয়েও অভিনয়ের ‘অ আ ক খ’ কিছুই জানতেন না সোনাক্ষী। কাজের মধ্য দিয়ে সবকিছু শিখেছেন বলে জানিয়েছেন তিনি।

সোনাক্ষী সিনহা
ইনস্টাগ্রাম থেকে

সোনাক্ষীকে শিগগিরই সঞ্জয় লীলা বানসালির ‘হীরামন্ডি: দ্য ডায়মন্ড বাজার’ ওয়েব সিরিজে দেখা যাবে। এর আগে তিনি বানসালির প্রযোজনা সংস্থার ছবি রাউডি রাঠোর-এ অভিনয় করেছেন। তবে নন্দিত এই পরিচালকের সঙ্গে এই প্রথম কাজের সুযোগ পেলেন তিনি। তাই দারুণ উচ্ছ্বসিত অভিনেত্রী। নিজের উচ্ছ্বাস প্রকাশ করে সোনাক্ষী বলেন, ‘অনেক দিন ধরেই বানসালির সঙ্গে কাজ করতে চেয়েছি। কিন্তু কোনো না কোনো কারণে সম্ভব হচ্ছিল না। যখনই তাঁর দেখা করতে অফিসে যেতাম, উনি সব সময় কফি খাওয়াতেন। কফি খেয়ে, কথা বলে চলে আসতাম। আপনি যখনই তাঁর অফিসে যাবেন, উনি নিশ্চয়ই আপনাকে কফি খাওয়াবেন। কফির ব্যাপারে বানসালি খুব শৌখিন।’

বানসালির সঙ্গে কাজ করতে কেন মরিয়া ছিলেন আলাপে আলাপে সেটা জানালেন সোনাক্ষী। তিনি বলেন, ‘সঞ্জয় লীলা বানসালি পর্দায় নারী চরিত্রদের খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। আপনি তাঁর যেকোনো ছবি দেখলে বুঝবেন, নারী চরিত্রগুলো কতটা শক্তিশালীভাবে তিনি পর্দায় তুলে এনেছেন। “হীরামন্ডি”র অংশ হওয়ার সুযোগ পেয়ে নিজেকে অত্যন্ত ভাগ্যবতী মনে করি।’

আরও পড়ুন

এ ওয়েব সিরিজটিতে সোনাক্ষী ছাড়া আরও পাঁচ নারী চরিত্র আছে। তাঁরা হলেন মনীষা কৈরালা, অদিতি রাও হায়দারি, রীচা চাড্ডা, সানজিদা শেখ ও শারমিন সেহগালকে প্রধান চরিত্রগুলোতে দেখা যাবে।

এ প্রসঙ্গে সোনাক্ষীর ভাষ্য, ‘সিরিজটিতে ছয়টি নারী চরিত্র আছে। প্রতিটি চরিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছয় নারীর জীবনে আলাদা আলাদা কাহিনি আছে। তা এই শোতে তা তুলে ধরা হবে। এই সিরিজে কাজ করতে দারুণ উপভোগ করেছি।

‘হীরামন্ডি’ পোস্টার থেকে। আইএমডিবি

মনীষা কৈরালার কাছ থেকে আমি অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি। তিনি অভিনেত্রী হিসেবে অসাধারণ। তাঁর মতো অভিনেত্রীর সঙ্গে একই ফ্রেমে আসতে পেরে অত্যন্ত সম্মানিত অনুভব করছি। আশা করি আবার তাঁদের সঙ্গে কাজের সুযোগ পাব।’

সোনাক্ষী নিজেই জানিয়েছেন, তিনি কখনো অভিনয়ের প্রশিক্ষণ নেননি। তাঁর কথায়, ‘অভিজ্ঞতার মধ্য দিয়েই আমি সবকিছু শিখেছি। একদম শূন্য থেকে শুরু করেছি। ছবির সেটে থাকার কোনো অভিজ্ঞতা ছিল না। ছোটবেলায় বাবার সঙ্গে আমি কখনো সেটে যাইনি। নাচ, অভিনয় কোনো কিছুই শিখিনি। আলাদা করে কোনো গ্রুমিংও হয়নি। নিজে থেকেই সবকিছু শিখেছি।’ এ প্রসঙ্গে সোনাক্ষী যোগ করেন, ‘আমাকে এক গভীর জলাশয়ে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলা হয়েছিল, এবার সাঁতার শেখো। আমি এভাবেই শিখেছি।’